Thursday, August 21, 2025

৬ মিনিটেই ভেস্তে গেল মেসি-নেইমার দ্বৈরথ! কোভিড বিতর্কে ম্যাচ বন্ধ করলো পুলিশ

Date:

শুরুতেই শেষ মাদার অফ অল ব্যাটল! কোপা আমেরিকা ফাইনালের পর ফের মুখোমুখি হয়েছিল বিশ্বফুটবলের দুই মহাশক্তিমান দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। সুপার ক্লাসিকোয় দু’দলই পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু ম্যাচের বয়স কিক অফ থেকে মাত্র ৬ মিনিট! সাও পাওলোর নিও কুইমিকা এরিনায় ম্যাচ পরিত্যক্ত।

আরও পড়ুন:ছন্নছাড়া ফুটবল খেলেও নেপালের বিরুদ্ধে ২-১ গোলে জয় সুনীল ছেত্রীদের

করোনা বিধি মেনে ম্যাচ। তাই ইংল্যান্ড থেকে ফুটবলার আনা যাবে না। আর্জেন্তিনা এই কোভিড-নিষেধাজ্ঞা অমান্য করার জন্যই সমস্যা। তা হলে ম্যাচ শুরু করা হল কেন?

জানা গিয়েছে, ব্রাজিল সরকারের স্বাস্থ্য বিভাগের লোকজন এ ব্যাপারে কথা বলতে চেয়েছিল, কিন্তু আর্জেন্তিনার কেউ নাকি কথা বলেনি। নিজেদের ড্রেসিং রুমে নিজেরাই বন্দী ছিল। সোজা ম্যাচ খেলতে নেমে পড়ে। তাই ম্যাচ শুরু হওয়ার পরই এই সমস্যা।

ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে ব্রাজিলের স্বাস্থ্য সংস্থা আনভিসার তরফ থেকে আর্জেন্তিনাকে বলা হয় করোনা বিধি ভাঙার কারণে চারজন ফুটবলারকে নামতে দেওয়া হবে না ম্যাচে। সেই চার ফুটবলারের এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্ডিয়া। ব্রাজিলের নিয়ম অনুযায়ী, ইংল্যান্ড থেকে কেউ দেশে ঢুকলে তাঁকে প্রথম কয়েকদিন কোয়ারেন্টাইন থাকতে হবে। কিন্তু এই ফুটবলার ব্রাজিল প্রশাসনের বিধি মানেননি।

ম্যাচের ঠিক ৬ মিনিটে মাঠে ঢুকে পড়ে আনভিসার স্বাস্থ্যকর্মীরা। সঙ্গে ছিলেন ব্রাজিলের ফেডারেল পুলিশের কিছু অফিসার। আর্জেন্তিনা ফুটবলারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ব্রাজিলের ফেডারেল পুলিশ অফিসাররা। পুলিশ আধিকারিকরা। গ্রেফতার করার হুঁশিয়ারি দেন ওই চার ফুটবলারকে। পুলিশের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন মেসিও। শেষ পর্যন্ত কনমেবলের তরফ থেকে জানানো হয়, রেফারির সিদ্ধান্ত মেনেই বিশ্বকাপ কোয়ালিফায়ারের এই ম্যাচ স্থগিত করা হল।

এদিকে, এভাবে ম্যাচ স্থগিত হয়ে যাবে, ভাবতেও পারেননি আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, জোভান্নি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়াদের ম্যাচ খেলা নিয়ে সংশয় ছিলই। কিন্তু তা সত্ত্বেও ব্রাজিলের স্বাস্থ্যকর্তারা যেহেতু কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তাই কোয়ারেন্টিন না মানা এই চার খেলোয়াড়কে মাঠে নামিয়েছিল আর্জেন্তিনা। ম্যাচের তিন দিন আগে থেকেই ব্রাজিলে আছেন এই চারজন। খাচ্ছেন-দাচ্ছেন, ঘুরছেন-ফিরছেন, অনুশীলন করছেন। তখন কারও হুঁশ ছিল না।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version