Monday, August 25, 2025

‘বাঘ ও বাঘছাল পরা বিড়ালের তফাৎ ফের প্রমাণিত’, হাজিরা এড়াতেই শুভেন্দুকে কটাক্ষ কুণালের

Date:

ইডির ডাকে সাড়া দিয়ে সোমবার দিল্লিতে ইডি(ED) অফিসে মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। অন্যদিকে নিরাপত্তারক্ষী মৃত্যু মামলায় সিআইডির তরফে শুভেন্দু অধিকারীকে(suvendu Adhikari) তলব করা হলেও সে হাজিরা এড়িয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি যে হাজিরা এড়াবেন এ সন্দেহ ছিলই। রবিবার সে প্রসঙ্গে শুভেন্দুকে কটাক্ষ করে টুইটও করেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। সোমবার ভবানী ভবনে তার অনুপস্থিতির পর এবার সরাসরি শুভেন্দুকে ‘বাঘছাল পরা বিড়াল’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক।

আজ দিল্লিতে ইডির দফতরে মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কাণ্ডে আগেও অভিষেকের স্ত্রী রুজিরা ও তাঁকে তলব করা হয়েছিল ইডির সদর দফতরে। কিন্তু রুজিরা যাননি। তিনি কলকাতায় তাঁর বাড়িতে আসার জন্য ইডি কর্তাদের আবেদন জানিয়েছিলেন। ইডি-র তলবে সকালেই জামনগরে ইডির দফতরে যান অভিষেক। দফতরের বাইরে তিনি স্পষ্ট করেই বলেন তদন্তে তিনি সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, ‘এজেন্সি আমাকে তলব করেছে। আমি এসেছি। তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করব।’ এর আগে গতকাল দিল্লি উড়ে যাওয়ার আগে চ্যালেঞ্জ করে দিয়ে গিয়েছিলেন, ‘১০ পয়সারও আর্থিক জালিয়াতি প্রমাণ করতে পারে, তাহলে ফাঁসিকাঠে ঝুলতে রাজি আমি।’

অন্যদিকে অভিষেক দিল্লিতে ইডি-র দফতরে পৌঁছে গিয়েছেন, তখন সোমবার দেহরক্ষীর মৃত্যুর মামলায় শুভেন্দুকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। স্বভাবসিদ্ধভাবেই তলব এড়িয়ে যান তিনি। একটি মেল পাঠিয়ে শুভেন্দু জানিয়েছেন তিনি আজ ভবানী ভবনে যেতে পারবেন না। বাঁকুড়ায় এক দলীয় সভায় যোগ দিতে হবে শুভেন্দুকে। এই অবস্থায় আবার শুভেন্দুকে হাজিরার নোটিস পাঠাতে পারে সিআইডি।

আরও পড়ুন:“তৃণমূলে যোগদানে রাগ!” বিপ্লবের গ্রেফতারের হুমকিতে পাল্টা তোপ কুণালের

এই অবস্থায় নিজের টুইটার হ্যান্ডেলে মুখ খুললেন কুণাল ঘোষ। শুভেন্দুকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে তিনি বলেন, “একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে। অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে। বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত।”

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version