Sunday, August 24, 2025

ধুলো জমছে উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের ওভেন, হুগলিতে প্রবণতা বাড়ছে কাঠে রান্নার 

Date:

রান্নার গ্যাসের দাম ছাড়িয়েছে 9শোর গণ্ডি। ফলে উজ্জ্বলা প্রকল্পে পাওয়া গ্যাসের ওভেন (Gas Oven) থাকলেও সিলিন্ডার (Cylinder) কেনার প্রবণতা কমেছে উপভোক্তাদের। জানাচ্ছেন হুগলির (Hoogli) গ্যাস ডিলাররা। বিশেষ করে ধাক্কা খেয়েছে উজ্জ্বলা প্রকল্পে। এই প্রকল্পে বিনামূল্যে গ্যাসে কানেকশন তো পেয়েছেন অনেকে কিন্তু এখন আর গ্যাসের সিলিন্ডারে হাত ছোঁয়াতে পারছেন না। দরিদ্রসীমায় বসবাসকারী উপভোক্তাদের উজ্জ্বলা প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি বিনামূল্যে রান্নার গ্যাস সিলেন্ডার ও রান্নার ওভেন দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে গ্যাসের দাম বেড়ে চলছে, বেশিরভাগ গ্রাহক গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে। বিশেষ করে দিনমজুরেরা কাঠের উপর ভরসা করে রান্না চালিয়ে যাচ্ছেন। সেই জঙ্গলের কাঠ ও গাছের ডালপালার উপর ভরসা করে রান্না করছে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা সমস্যায় পড়ে ভিড় জমাচ্ছে বিভিন্ন পঞ্চায়েতে। এককথায় বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বাস্তয়াবিত হচ্ছে না বলে জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। তবে গ্যাস ডিস্ট্রিবিউটাররা জানিয়েছেন, বর্তমানে এই প্রকল্পে থাকা গ্রাহকদের 14.2 kg সিলিন্ডারের বদলে 5 kg সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইমতো প্রচার শুরু করেছেন তাঁরা।

সিঙ্গুরের এক গ্যাস ডিস্ট্রিবিউটার জানিয়েছেন, যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে গ্যাস নেওয়ার প্রবণতা কিছুটা কমেছে। তাই গ্রাহকদের গ্যাস নেওয়ার জন্য ডিস্ট্রিবিউটারের তরফ থেকে গ্রাহকদের গ্যাস ব্যবহার করার জন্য বিভিন্ন ভাবে আবেদন করা হচ্ছে।

Related articles

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...
Exit mobile version