Friday, August 22, 2025

রাজ্যে ভোট পরবর্তী অশান্তির তদন্ত কতদূর এগল? উচ্চপর্যায়ের বৈঠকে সিবিআই

Date:

রাজ্যে ভোট পরবর্তী অশান্তির তদন্ত কতদূর এগল তা দেখতে এবার দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, গত ১১ দিনে পশ্চিমবঙ্গে কী তদন্ত হয়েছে। মামলাগুলির কী অবস্থা? কতগুলি চার্জশিট দাখিল হয়েছে? কত জনকে গ্রেফতার করা হয়েছে? এই সমস্ত তথ্য নিয়ে দিল্লিতে তলব করা হয় সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংকে। সিবিআইয়ের ডিআইজি ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন। ওই বৈঠক হবে সিবিআইয়ের সদর দফতরে।

অন্যদিকে, কান্দি খানার উগ্র ভাটপাড়া গ্রামে নাবালিকা গণধর্ষণ-কাণ্ডে আবার তদন্তে গেলেন সিবিআই আধিকারিকরা। মঙ্গলবার, নাবালিকার পরিজনেকর সঙ্গে কথা বলার পর তার মামার বাড়ি নবগ্রামের রায়েন্ডি গ্রামে যান গোয়েন্দারা। সেখান থেকে নিগৃহীতার পরিবারের সদস্য এবং দু’জন প্রত্যক্ষদর্শীকে সঙ্গে নিয়ে অমৃতকুণ্ড গ্রামে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। চলে ঘটনার পুনর্নিমাণ। সেখান থেকেই তথ্য় সংগ্রহ করে সিবিআই।

আরও পড়ুন-দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদনপত্র পূরণে সাহায্য করলেন এসডিও

গতকালই ভোট পরবর্তী অশান্তির তদন্তে তল্লাশির নামে অভিযুক্তের বাড়ি তছনছ করার অভিযোগ ওঠে সিবিআইয়ের বিরুদ্ধে। গত ৩ মে, ভোটের ফল ঘোষণার পর দিন কোচবিহারের দিনহাটা থানার পেটলা রাজাখোরা গ্রামে বিজেপি কর্মী হারাধন রায়কে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ ও কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই। তৃতীয়বারের জন্য তদন্তকারীরা যান রাজাখোরা গ্রামে। সেখানে তদন্তে যাওয়া সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন অভিযুক্তদের পরিবার। অভিযুক্তর পরিবারের সদস্য মৌসুমী খাতুন বলেন, সিবিআইয়ের আধিকারিকরা এসে সব তছনছ করে দিয়ে গিয়েছে। ঘরের তালাও ভেঙে দিয়েছে।

ভোট পরবর্তী হিংসা মামলায় খুন ও ধর্ষণের ঘটনাগুলির তদন্তের দায়ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেই রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারদের তলব করা শুরু করেছে সিবিআই। ভোট পরবর্তী অশান্তির তদন্তে মোট ৮৪ জন তদন্তকারী অফিসারের মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসাররা রয়েছেন। এছাড়া ২৫ জন কর্তা রয়েছেন এই টিমে। জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার এই ২৫ জন অফিসার।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version