Tuesday, November 4, 2025

আসল রয়েল বেঙ্গল টাইগার অভিষেক, নকল কর্মসূচি ছুড়ে ফেলবে ত্রিপুরা: ঋতব্রত

Date:

“রয়েল বেঙ্গল টাইগার কাকে বলে সেটা সোমবার ইডি-র দফতর থেকে বেরিয়ে দেখিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরায় এগিয়ে যাবে তৃণমূল।” মঙ্গলবার, ত্রিপুরায় সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন তৃণমূল (Tmc) নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Benarjee)। এদিন, ত্রিপুরা যান বাংলার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ঋতব্রত। দিনভর নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাঁরা। চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুস্মিতা দেবের উপস্থিতিতে অমরপুরে তৃণমূল কংগ্রেসে যোগদান অন্যদলের অনেক নেতা-কর্মী।

সন্ধের সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, বিপ্লব দেবের রক্তচক্ষু উপেক্ষা করে ত্রিপুরায় তৃণমূল নেতৃত্ব লড়াই করছেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেদিন থেকে ত্রিপুরা এসেছেন তাঁর ওপর আক্রমণ হয়েছে। তাঁর কনভয় ভাঙচুরের চেষ্টা হয়েছে। বাংলা থেকে তৃণমূল নেতারা এখানে এলেই তাঁদের উপর আক্রমণ হয়েছে। ঋতব্রত অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নকল করে বিপ্লব দেব ত্রিপুরায় কর্মসূচি ঘোষণা করেছেন। “লোকে আসল পেলে নকল নেবে কেন?” ২০২৩-এ সেখানে জনগণের সমর্থনে তৃণমূলের সরকার গঠিত হবে বলে মন্তব্য করেন ঋতব্রত। বলেন, “বিপ্লব দেবের (Biplab Dev) ‘দুয়ারে দানব’ থাকবে না। ২০২৩-এ তৃণমূলের ‘দুয়ারে সরকার’ হবে ত্রিপুরায়।”

এরপরই সোমবার ইডি-র দফতর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রসঙ্গ তুলে ঋতব্রত বলেন, কে আসল রয়েল বেঙ্গল টাইগার সেটা বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দল নয়, সোশ্যাল মিডিয়ায় অভিষেককে রয়েল বেঙ্গল টাইগার আখ্যা দিচ্ছে। ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে প্রচুর সরকারি সম্পত্তি, এমনকী স্টেডিয়ামও বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেতা।

বিজেপি (Bjp), সিপিআইএম (Cpim) এবং কংগ্রেস (Congress) থেকে বহু নেতাকর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন বলে দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- করোনার জের: প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কমানো হচ্ছে সিলেবাস

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version