করোনার জের: প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কমানো হচ্ছে সিলেবাস

করোনার জের (corona virus) । শিশুরা ঘরবন্দি (childhood) । স্কুলে গিয়ে শিক্ষা নেওয়ার পর্ব বহুদিন ধরেই বন্ধ (online study)। পড়াশোনা সবই চলছে অনলাইনে । কিন্তু নিয়মিত স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষিকার কাছে পড়াশোনা শিখে যেভাবে মানসিক বিকাশ ও অগ্রগতি হয় তা অনলাইনে কখনোই সম্ভব নয়। তাই এবার কমছে স্কুল পড়ুয়াদের সিলেবাসের (syllabus) বোঝা। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩০-৩৫% কমছে সিলেবাস। আর এই কমানো সিলেবাসেই নেওয়া হবে অ্যাক্টিভিটি টাস্ক। মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে দিল সিলেবাস কমিটি। এদিন কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি। যেখানে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হতে চলেছে নতুন সিলেবাস। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি। সিলেবাস কমিটি জানিয়েছে প্রত্যেক শ্রেণির সিলেবাসের ভাগের তৃতীয় অধ্যায় থেকে কমানো হবে সিলেবাস।

যদিও ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও মধ্যশিক্ষা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে । আগামী মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সাতটি আবশ্যিক বিষয় আছে, সেই সব বিষয়েই কমছে সিলেবাসের ভার।

advt 19

 

Previous articleব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বাবা
Next articleআসল রয়েল বেঙ্গল টাইগার অভিষেক, নকল কর্মসূচি ছুড়ে ফেলবে ত্রিপুরা: ঋতব্রত