Wednesday, December 17, 2025

কাঁথিতে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে অধিকারী পরিবারকে তুলোধনা কুণালের

Date:

Share post:

গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বুধবার কাঁথি শহরে পা রেখেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও তাঁর পিতা সাংসদ শিশির অধিকারীকে একহাত নিলেন কুণাল। শিশির অধিকারীকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, “মাথা মাথায় থাকে, আর মেরুদন্ড পিঠে। যাদের সেটা থাকে না তারা কোন দলে আছে ভাবতে একমাস সময় নেয়।”

এদিন সন্ধ্যায় কাঁথির ওই অনুষ্ঠান থেকে বিজেপিকে নকল হিন্দু বলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, “রাজ্য সরকার পুজো কমিটি গুলোকে ৫০ হাজার টাকা করে দিচ্ছে। তবে যারা নকল হিন্দু সেজেছে তারা এর বিরোধিতা করছে। যারা সত্যি সত্যি হিন্দু তাদের আমি প্রণাম করি। যারা নকল হিন্দু তাদের মানুষ ইতিমধ্যেই জবাব দিয়ে দিয়েছে।” এ পরই শুভেন্দুর পরিবারকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “ঘরের অন্দরে যখন সব ক্ষমতা ছিল তখন মনে হয়নি ক্ষমতা ভাগ করে দিই। এখন জ্ঞান দেওয়া হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে? শিশিরবাবু আপনি আমার চেয়ে বয়সে বড়, আমার চেয়ে শিক্ষিত, কিন্তু আমাকে ঘরে লুকিয়ে থাকতে হয় না ছেলের জন্য।” পাশাপাশি শুভেন্দুর ভাই দিব্যেন্দুকে উদ্দেশ্য করে বলেন, ‘ভুল পথে একজনের সঙ্গে চলছ। ওসব ছেড়ে তৃণমূল নেতা সুপ্রকাশের পাশে এসে দাঁড়াও।’

আরও পড়ুন:নিজের ক্ষেত্রেও দলের নীতি মেনে “এক ব্যাক্তি এক পদ” চেয়েছিলেন মমতা

এরপর সরাসরি শুভেন্দু অধিকারীকে তোপ দেগে কুণাল ঘোষ বলেন, “ও যত ওদিকে থাকবে ওদিক থেকে একটা একটা করে এদিকে আসবে। ফলে ও ওখানে থাক। এদিন শুভেন্দুকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। ওকে বলা হয়েছে, আর একজন বিধায়কও যদি দল ছেড়ে যায় তাহলে পরিষদীয় দলনেতার পদ থেকে তাড়িয়ে দেওয়া হবে শুভেন্দুকে।”

advt 19

 

spot_img

Related articles

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...