Monday, May 5, 2025

মদন মিত্রকে (Madan Mitra) নিয়ে একেবারে একজোড়া বায়োপিক,(Biopic) ! এখন টলিপাড়ায় (Tollygunj) একটাই গুঞ্জন মদন মদন মিত্রের বায়োপিক। পরিচালক রাজা চন্দ(Director Raja Chanda) প্রথমেই ঘোষণা করে দিয়েছিলেন মদন মিত্রকে নিয়ে বায়োপিক তৈরির কথা । এরপর আরেক পরিচালক রাজর্ষি দেও (Director Rsjorshi De) জানিয়েছেন তার ইচ্ছার কথা। তবে গোল বেধেছে অন্য জায়গায়। ইতিমধ্যেই পরিচাল পরিচালক রাজা চন্দ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee) মদন মিত্রের ভূমিকায় অভিনয় করার জন্য নিশ্চিত করে ফেলেছেন। আবার অপর পরিচালকেরও পছন্দ শাশ্বত চট্টোপাধ্যায়কে । তাহলে? কী হবে এখন?

 

পরিচালক রাজর্ষি দে (Rajorshi Dey) জানিয়েছেন, ‘মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি মদনদাকে অনেক বেশি কাছ থেকে দেখেছি। সেদিক থেকে মদনদার বায়োপিক নিয়ে একদম অন্যরকম ভাবনা আছে আমার। তবে এই বায়োপিকের চিত্রনাট্য আমি নই , লিখবেন অন্য একজন। যিনি খুব জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক এবং সেইসঙ্গে কবিও। যিনি কামারাহাটিতে দীর্ঘদিন থাকেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না। তবে আমি ২০২২-এর আগে কোনওভাবেই বায়োপিকের শুটিং শুরু করতে পারব না।’

কিন্তু মদন মিত্রর চরিত্রে কে অভিনয় করবেন , সেখানেই বড় প্রশ্ন চিহ্ন। রাজা চন্দর মতো মদন মিত্রর ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দ রাজর্ষি দেরও। পছন্দের তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও । আবার মজার ব্যাপার হলো শাশ্বত-পঙ্কজ এই দুই অভিনেতাই নাকি মদন মিত্ররও বিশেষ পছন্দের। তাহলে কাকে বাছতে চলেছেন রাজর্ষি? তাই শেষ মুহূর্তে কে মেকআপ করে শুটিং ফ্লোরে এসে দাঁড়াবেন তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version