Saturday, November 8, 2025

চিন-তালিবান গোপন আঁতাত নিয়ে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের

Date:

গত ১৫ অগাস্ট তালিবানরা (talibanes) আফগানিস্তান দখল করলেও সরকার গঠনের কাজ পুরোপুরি হয়ে ওঠেনি । গতকাল অর্থাৎ মঙ্গলবার সেই কাজ সম্পন্ন করল তালিবানরা। নতুন সরকারের ঘোষণা করেছে তালিবান । আর নতুন সরকার গঠন হতেই গোপন আঁতাত শুরু হয়ে গেছে চিনের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (American president Joe Biden) প্রকাশ্যে এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তার দাবি চিন তালিবানদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছে। আর সেই কারণে নতুন সরকারের শপথ গ্রহণের দিন আফগানিস্তানে আমন্ত্রণ পেয়েছে চিন। সেই সঙ্গে রয়েছে রাশিয়াও । মার্কিন প্রেসিডেন্টের দাবি এই মুহূর্তে তালিবানদের প্রচুর অর্থের প্রয়োজন । আর সেই অর্থ জোগাবে চিন এবং রাশিয়া। সে ব্যাপারে বাইডেন পুরোপুরি নিশ্চিত । মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র এমনটাই জানিয়েছে।

 

এদিকে নতুন সরকারের দায়িত্ব (oath taking ceremony of new taliban government) গ্রহণ অনুষ্ঠানের দিন আফগানিস্থানে আমন্ত্রণ পেয়েছে চিন (China), পাকিস্তান (Pakistan), রাশিয়া (Russia), তুরস্ক (Turkey), ইরান (Iran) ও কাতার(Qatar)। কিন্তু তালিবানরা অত্যন্ত সন্তর্পনে বাদ দিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম সেরা শক্তিধর রাষ্ট্র আমেরিকাকে । আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মত , এ ব্যাপারে খানিকটা বিরক্ত হয়েছেন বাইডেন । কারণ চিন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এবার তালিবানদের যথেচ্ছভাবে ব্যবহার করবে । সেই সঙ্গে পাকিস্তান প্রশ্রয় পেয়ে আরো মাথাচাড়া দেবে। ফলে বিশ্বজুড়ে চরম নাশকতা ও অরাজকতা শুরু করতে পারে চিন -তালিবান- রাশিয়া -পাকিস্তান সমঝোতা শিবির ।

 

তাছাড়া এতদিন আফগানিস্তানের অর্থভাণ্ডারের নিয়ন্ত্রণ ছিল আমেরিকার হাতে। তাই তালিবান আফগানিস্তানের দখল নিতেই ওয়াশিংটনের তরফে আফগানিস্তানের অর্থভাণ্ডারে তালিবান যাতে হাত লাগাতে না পারে, তার জন্য অ্যাকউন্টের গতিবিধি বন্ধ করে দিয়েছে। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ দ্বারাই এতদিন আফগানিস্তানের অর্থভাণ্ডার নিয়ন্ত্রিত হত। কিন্তু এখন তালিবানরা যদি চিন এবং রাশিয়ার থেকে অর্থ সাহায্য পায় তাহলে স্বাভাবিকভাবেই আমেরিকার আর কোনো নিয়ন্ত্রণই থাকবে না।

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version