Sunday, November 9, 2025

চিন-তালিবান গোপন আঁতাত নিয়ে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের

Date:

গত ১৫ অগাস্ট তালিবানরা (talibanes) আফগানিস্তান দখল করলেও সরকার গঠনের কাজ পুরোপুরি হয়ে ওঠেনি । গতকাল অর্থাৎ মঙ্গলবার সেই কাজ সম্পন্ন করল তালিবানরা। নতুন সরকারের ঘোষণা করেছে তালিবান । আর নতুন সরকার গঠন হতেই গোপন আঁতাত শুরু হয়ে গেছে চিনের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (American president Joe Biden) প্রকাশ্যে এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তার দাবি চিন তালিবানদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছে। আর সেই কারণে নতুন সরকারের শপথ গ্রহণের দিন আফগানিস্তানে আমন্ত্রণ পেয়েছে চিন। সেই সঙ্গে রয়েছে রাশিয়াও । মার্কিন প্রেসিডেন্টের দাবি এই মুহূর্তে তালিবানদের প্রচুর অর্থের প্রয়োজন । আর সেই অর্থ জোগাবে চিন এবং রাশিয়া। সে ব্যাপারে বাইডেন পুরোপুরি নিশ্চিত । মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র এমনটাই জানিয়েছে।

 

এদিকে নতুন সরকারের দায়িত্ব (oath taking ceremony of new taliban government) গ্রহণ অনুষ্ঠানের দিন আফগানিস্থানে আমন্ত্রণ পেয়েছে চিন (China), পাকিস্তান (Pakistan), রাশিয়া (Russia), তুরস্ক (Turkey), ইরান (Iran) ও কাতার(Qatar)। কিন্তু তালিবানরা অত্যন্ত সন্তর্পনে বাদ দিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম সেরা শক্তিধর রাষ্ট্র আমেরিকাকে । আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মত , এ ব্যাপারে খানিকটা বিরক্ত হয়েছেন বাইডেন । কারণ চিন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এবার তালিবানদের যথেচ্ছভাবে ব্যবহার করবে । সেই সঙ্গে পাকিস্তান প্রশ্রয় পেয়ে আরো মাথাচাড়া দেবে। ফলে বিশ্বজুড়ে চরম নাশকতা ও অরাজকতা শুরু করতে পারে চিন -তালিবান- রাশিয়া -পাকিস্তান সমঝোতা শিবির ।

 

তাছাড়া এতদিন আফগানিস্তানের অর্থভাণ্ডারের নিয়ন্ত্রণ ছিল আমেরিকার হাতে। তাই তালিবান আফগানিস্তানের দখল নিতেই ওয়াশিংটনের তরফে আফগানিস্তানের অর্থভাণ্ডারে তালিবান যাতে হাত লাগাতে না পারে, তার জন্য অ্যাকউন্টের গতিবিধি বন্ধ করে দিয়েছে। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ দ্বারাই এতদিন আফগানিস্তানের অর্থভাণ্ডার নিয়ন্ত্রিত হত। কিন্তু এখন তালিবানরা যদি চিন এবং রাশিয়ার থেকে অর্থ সাহায্য পায় তাহলে স্বাভাবিকভাবেই আমেরিকার আর কোনো নিয়ন্ত্রণই থাকবে না।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version