Monday, November 10, 2025

জোড়া বায়োপিক মদন মিত্রকে নিয়ে, নাম ভূমিকায় কে, শাশ্বত? 

Date:

মদন মিত্রকে (Madan Mitra) নিয়ে একেবারে একজোড়া বায়োপিক,(Biopic) ! এখন টলিপাড়ায় (Tollygunj) একটাই গুঞ্জন মদন মদন মিত্রের বায়োপিক। পরিচালক রাজা চন্দ(Director Raja Chanda) প্রথমেই ঘোষণা করে দিয়েছিলেন মদন মিত্রকে নিয়ে বায়োপিক তৈরির কথা । এরপর আরেক পরিচালক রাজর্ষি দেও (Director Rsjorshi De) জানিয়েছেন তার ইচ্ছার কথা। তবে গোল বেধেছে অন্য জায়গায়। ইতিমধ্যেই পরিচাল পরিচালক রাজা চন্দ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee) মদন মিত্রের ভূমিকায় অভিনয় করার জন্য নিশ্চিত করে ফেলেছেন। আবার অপর পরিচালকেরও পছন্দ শাশ্বত চট্টোপাধ্যায়কে । তাহলে? কী হবে এখন?

 

পরিচালক রাজর্ষি দে (Rajorshi Dey) জানিয়েছেন, ‘মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি মদনদাকে অনেক বেশি কাছ থেকে দেখেছি। সেদিক থেকে মদনদার বায়োপিক নিয়ে একদম অন্যরকম ভাবনা আছে আমার। তবে এই বায়োপিকের চিত্রনাট্য আমি নই , লিখবেন অন্য একজন। যিনি খুব জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক এবং সেইসঙ্গে কবিও। যিনি কামারাহাটিতে দীর্ঘদিন থাকেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না। তবে আমি ২০২২-এর আগে কোনওভাবেই বায়োপিকের শুটিং শুরু করতে পারব না।’

কিন্তু মদন মিত্রর চরিত্রে কে অভিনয় করবেন , সেখানেই বড় প্রশ্ন চিহ্ন। রাজা চন্দর মতো মদন মিত্রর ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দ রাজর্ষি দেরও। পছন্দের তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও । আবার মজার ব্যাপার হলো শাশ্বত-পঙ্কজ এই দুই অভিনেতাই নাকি মদন মিত্ররও বিশেষ পছন্দের। তাহলে কাকে বাছতে চলেছেন রাজর্ষি? তাই শেষ মুহূর্তে কে মেকআপ করে শুটিং ফ্লোরে এসে দাঁড়াবেন তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version