Tuesday, August 26, 2025

‘পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়েছেন’, মমতাকে কটাক্ষ দিলীপের, পাল্টা সুর চড়িয়ে তুলোধনা কুণালের

Date:

“পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়ে দিয়েছেন”। শুক্রবার সকালে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এমনটাই বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পাল্টা জবাব দিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “যে দলের নেতারা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় নিয়ে এসে বিধানসভা ভোটের প্রচার করেছিলেন তারপর গোহারা হেরে যান তাঁদের লজ্জা হওয়া উচিত এসব কথা বলার আগে।”

আসন্ন উপনির্বাচন নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, “আমাদের লড়াই পুরোপুরি হবে। আমরা তো এখনও নামিনি। এখনও প্রার্থী ঘোষণা করিনি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরো মন্ত্রিসভাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। বুঝতেই পারছেন বিজেপির ভয় কতটা।”

আরও পড়ুন-উপনির্বাচনে বিজেপির প্রচারে নেই মোদি-শাহ, ‘লজ্জার হার বুঝেই পলায়ন’, কটাক্ষ তৃণমূলের

এর পাল্টা কুণাল ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও যারা রয়েছেন তাঁরা যখন বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসেছিলেন তখন মনে ছিল না। যারা ভবানীপুরে প্রচারে নামছেন তাঁরা মূলত ওই এলাকার বাসিন্দা, কেউ ওই এলাকার ভোটার, মূলত ওই এলাকার সঙ্গে যাতায়াত। সেই জায়গায় তাঁরা আছেন প্রচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ তাঁরা যদি প্রচারে নামেন তাহলে কী সমস্যা আছে! যে দলে নেতারা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে প্রচার করেছিলেন তারপর গোহারা হেরে যান তাঁদের লজ্জা হওয়া উচিত এসব কথা বলার আগে।”

উল্লেখ্য, ভবানীপুরে উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই আসন থেকে ঘাসফুলের প্রতীকে লড়বেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির হয়ে পদ্ম প্রতীকে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version