Thursday, August 28, 2025

ফের বাড়ল সময়সীমা! কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা ফের একবার বাড়ানো হল। টানা তিনমাস বাড়িয়ে আয়কর দাখিলের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে বছরের শেষদিন। অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ। এর মধ্যে দেশের সমস্ত নাগরিককে নিজেদের আয়কর রিটার্ন সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, এই নিয়ে দুবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি পেল। এর আগে আয়কর দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল সেপ্টেম্বর মাসের 30 তারিখল পর্যন্ত। কোম্পানিগুলির জন্য অবশ্য এই সময়সীমা ছিল আরেকটু পিছনের দিকে। নভেম্বর মাসের মধ্যে তাদের আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করতেআ হত।
বৃহস্পতিবার দেশের ইনকাম ট্যাক্স দফতর থেকে জানানো হয়েছে, আয়কর দাখিলের যাবতীয় কাজ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে করতে হবে।

আরও পড়ুন – পুলিশকর্মীকে চড় মারার অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের
চলতি 2021-22 অর্থবর্ষের জন্য আয়কর দাখিলের পূর্বোক্ত সময়সীমা ছিল জুলাই মাসের 31 তারিখ। সেই সময়সীমা দু মাস বৃদ্ধি করে সেপ্টেম্বরের 30 তারিখ করা হয়েছিল। উল্লেখ্য, আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নয়া e-Portal বানানো হয়েছিল। নাগরিকদের কাজ সহজ করার জন্যেই নয়া এই e-Portal বানানো হয়। তবে যাত্রার প্রথমদিনেই বিচ্যুতি! নয়া পোর্টালে ট্যাক্স রিটার্ন জমা করতে গিয়ে সমস্যার মুখোমুখি হন অনেকেই। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে ( Nirmala Sitharaman) এর জরুরি তলব পড়ে ইনফোসিস সিইও এর। এছাড়াও করোনা অতিমারির ঝঞ্ঝাটের কারণেও বৃদ্ধি করা হয়েছিল সময়সীমা। নয়া পোর্টালের ঝামেলা অবশ্য এখনও মেটেনি। ট্যাক্স জমা দিতে গিয়ে এখনও সমস্যার মুখোমুখি হচ্ছেন নাগরিকেরা। অর্থমন্ত্রী ফের একবার তলব করেছেন বর্তমান ইনফোসিস চেয়ারপার্সনকে। এছাড়া কোভিডের তৃতীয় ওয়েভও আসতে পারে। সেই সমস্ত বিষয় মাথায় রেখেই সময়সীমা আরও তিনমাস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version