Wednesday, May 14, 2025

রাজনীতি ছেড়ে দেওয়া বাবুল বিজেপির প্রচারক তালিকায়: ‘বিশেষ কারণ?’ প্রশ্ন কুণালের

Date:

মাসখানেক হল একেবারে ঢাকঢোল পিটিয়ে নিজের রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। যদিও ভোটারদের প্রতি নিজের কর্তব্য পালনের যুক্তি খাড়া করে সাংসদ পদ থেকে ইস্তফা দেননি তিনি। তবে মাসখানেকের বিরতির পর আবার একবার বিজেপির মঞ্চে দেখা যাবে আসানসোলের(Asansol) সাংসদকে। ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে সম্প্রতি ২০ জন স্টার প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা গেল বাবুলের নাম। এরপরই প্রশ্ন উঠছে রাজনীতি ছাড়া বাবুল কীভাবে উঠে এলো এই তালিকায়? বিষয়টি প্রকাশ্যে এনে নিজের অতীতের অবস্থান ফের একবার তুলে ধরেছেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। টুইটারে তিনি লেখেন, ‘তখনই বলেছিলাম নাটক।’ পাশাপাশি বাবুলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন কুণাল।

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বি বিজেপি প্রার্থীর সমর্থনে স্টার প্রচারকদের তালিকা এদিন প্রকাশ্যে আসার পর বিজেপি তো বটেই বাবুল সুপ্রিয়কেও আলাদা করে নিশানা করেন কুণাল। বিজেপির স্টার প্রচারকদের তালিকা তুলে ধরে টুইটে তিনি লেখেন, “এটি যদি উপনির্বাচনে বিজেপির তারকা বক্তা তালিকা হয়-

1) মোদিজি, শাহজি, নাড্ডাজির মত ডেইলি প্যাসেঞ্জাররা কই?

2) কৈলাস বিজয়বর্গীয় কই?

3) বাবুল নাকি প্রত্যক্ষ রাজনীতি ছেড়ে দিয়েছিলেন? তখনই বলেছিলাম নাটক। নাকি এখানে বিশেষ কোনো কারণ?”

অবশ্য তৃণমূলের তরফে আগেই বিজেপিকে রীতিমতো কটাক্ষ করে জানানো হয়েছিল একুশের নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করা মোদিজি, শাহজি, নাড্ডাজিরা বুঝে গিয়েছেন ভবানীপুরের লজ্জাজনক হার অপেক্ষা করছে তাদের জন্য। তাই লজ্জার হারের দায়ভার কাঁধে নিতে নারাজ বিজেপির ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেনরা। তাই স্টার প্রচারকদের তালিকা থেকে তাদের নাম সরানো হয়েছে। তবে বাবুল সুপ্রিয়কে আলাদা করে আক্রমণ শানানোর পিছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ৩১ জুলাই বাবুল সুপ্রিয় যখন রাজনীতি ছাড়ার ঘোষণা করেন তখনই পাল্টা কুণাল ঘোষ জানিয়েছিলেন তিনি পুরোপুরি নাটক করছেন বাড়তি সুবিধা লাভের জন্য। যদি রাজনীতি ছাড়তেই হয় তবে সাংসদ পদ ছাড়ুন। আক্রমণ পাল্টা আক্রমণে রাজ্য রাজনীতির জল তখন বেশ ঘোলা হয়ে উঠেছিল। তবে মাসখানেকের মধ্যেই বিজেপির স্টার প্রচারকের তালিকায় বাবুলের নাম উঠে আসায় রাজনৈতিক মহলের বক্তব্য, তখন তাহলে কুণাল ঘোষই সঠিক ছিলেন।

 

Related articles

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...
Exit mobile version