Monday, May 5, 2025

পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার অনুমতি পেলেন মইদুল ইসলাম

Date:

শিক্ষক ঐক্য মঞ্চের নেতা মইদুল ইসলামকে পুলিশি অতিসক্রিয়তার বিরুদ্ধে শুক্রবার মামলা করার অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা৷

এই মইদুল ইসলামকে গ্রেফতার করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতভর নানা ঘটনা ঘটেছে বেলেঘাটায়৷ তবে পুলিশ মইদুলকে সকাল পর্যন্ত গ্রেফতার করতে পারেনি৷

আরও পড়ুন:সাংসদদের কণ্ঠরোধের চেষ্টা: চেয়ারম্যানকে খাড়গের চিঠি, তদন্ত কমিটি থেকে সরলো কংগ্রেস

শুক্রবার মইদুলের তরফে হাইকোর্টে পুলিশের এই আচরণের প্রতিবাদ জানিয়ে মামলা করার অনুমতি প্রার্থনা করা হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাশে৷ পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ এনে আদালতের দৃষ্টি আকর্ষণ করে মইদুলের বক্তব্য, বৃহস্পতিবার রাতভর বেলেঘাটায় তাঁর শ্বশুরবাড়ি ভাঙচুর করা হয়েছে। ২০০ জন পুলিশ এসে বাড়িতে হামলা চালিয়েছে। মারধোর করেছে৷ বিচারপতিকে বলা হয়, একজন শিক্ষককে কি আগে নোটিশ দিয়ে বলা যেত না ? কি অপরাধ করেছি আমি? বারবার বলেছি, সব সহযোগিতা করব।তারপরেও পুলিশের এই আক্রমণ। এর পরই মইদুল ইসলামকে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থা।

প্রসঙ্গত, গত মাসেই বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৫ জন এসএসকে শিক্ষিকা৷ সেই ঘটনায় মইদুলের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা এবং খুনের চেষ্টার অভিযোগ আনা হয়৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুলের বিরুদ্ধে মামলাও দায়ের করে বিধাননগর উত্তর থানার পুলিশ৷ বৃহস্পতিবার রাতে বিধাননগর উত্তর থানা এবং বেলেঘাটা থানার পুলিশের একটি যৌথ দল বেলেঘাটা চাউলপট্টি এলাকায় মইদুলের শ্বশুরবাড়িতে হানা দেয়৷ সেই সময় সেখানেই ছিলেন ওই শিক্ষক নেতা৷ তাঁর বাড়ির বাইরে পুলিশি প্রহরা রয়েছে৷ মইদুল ইসলাম জানিয়েছেন, পুলিশের এই পদক্ষেপের বিরোধিতায় তিনি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হবেন৷ সেই মতোই শুক্রবার তিনি আদালতে মামলা করার অনুমতি চান৷ হাইকোর্টও সেই অনুমতি মঞ্জুর করেছে৷

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version