Tuesday, August 26, 2025

দুয়ারে সরকারের শিবিরে ৩ কোটি মানুষ, প্রকল্পের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী, টুইটে অভিনন্দন

Date:

গত বছর থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ঐকান্তিক প্রচেষ্টায় চালু হয়েছিল ‘দুয়ারে সরকার'(Duare Sarkar)। যার মাধ্যমে সাধারন মানুষ আর অফিসের চৌকাঠে ঘুরে বেড়াবে না, সরকার পরিষেবা দিতে আসবে বাড়িতে। মুখ্যমন্ত্রীর(chief minister) উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচি ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। শুক্রবার তারই নমুনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে তিনি জানিয়ে দিলেন গত ১৬ অগাস্ট থেকে এখনো পর্যন্ত দুয়ারে সরকারের শিবিরে অংশ নিয়েছেন রাজ্যের ৩ কোটি মানুষ। অল্প কয়েকদিনের মধ্যেই এই বিপুল সংখ্যক মানুষের আগমন নিশ্চিত ভাবেই বড় সাফল্য। এর জন্য সরকারি আধিকারিক ও কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

এদিন এক টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি গত ১৬ অগাস্ট থেকে এখনো পর্যন্ত ৩ কোটিরও বেশি মানুষ দুয়ারে সরকারে এসেছেন ও সরকারি পরিষেবার সুযোগ নিয়েছেন। এর জন্য আমি রাজ্য সরকারের সকল কর্মচারীকে অভিনন্দন জানাচ্ছি যারা এই বিশাল কর্মযজ্ঞকে সফল করেছেন। আমি বাংলার মানুষকেও ধন্যবাদ জানাচ্ছি শিবিরে এসে অংশ নেওয়ার জন্য ও সরকারি পরিষেবা গ্রহণ করার জন্য।”

আরও পড়ুন:পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার অনুমতি পেলেন মইদুল ইসলাম

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার কর্মসূচি দেশ তো বটেই বিদেশেও রীতিমতো নজর কেড়েছে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে সরকারকে বাড়ির দোরগোড়ায় নিয়ে যাওয়া দেশেরর মধ্যে এই প্রথম। গত বছর থেকে শুরু হওয়া এই শিবির ইতিমধ্যেই ব্যাপক সাফল্য পেয়েছে। রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলির সুবিধা নিতে প্রতিদিন শিবিরে আসছেন অসংখ্য মানুষ। এবার সরকারি রিপোর্টে জানা গেল ১৬ অগাস্ট থেকে আজ পর্যন্ত অল্পকয়েক দিনে ৩ কোটিরও বেশি মানুষ এই শিবিরে এসে সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version