Thursday, August 21, 2025

এমন জমিদার যে নিজের ঘর সামলাতে পারল না: কংগ্রেসকে কটাক্ষ করে মন্তব্য পাওয়ারের

Date:

এবার নাম না করে জাতীয় কংগ্রেসের(Congress) সমালোচনায় সরব হতে দেখা গেল এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ারকে(Sharad Pawar)। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কংগ্রেসে যারা আছেন তাদের মেনে নেওয়া উচিত যে তাদের দল আর আগের মতো “কাশ্মীর থেকে কন্যাকুমারী” পর্যন্ত দখল করে নেই।

বৃহস্পতিবার ইন্ডিয়া টুডে গ্রুপের মারাঠি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুম্বই তক’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপি প্রধান শারদ পাওয়ার বলেন , “একটা সময় ছিল যখন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কংগ্রেস ছিল। কিন্তু এখন আর তা নয়। এই (বাস্তবতা) মেনে নেওয়া উচিত। এটা মেনে নেওয়ার মানসিকতা (কংগ্রেসের মধ্যে) থাকলে (অন্য বিরোধী দলের সঙ্গে) ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে ( সত্য)”। তিনি বলেন, “যখন নেতৃত্বের কথা আসে, কংগ্রেসে আমার সহকর্মীরা ভিন্ন দৃষ্টিভঙ্গি নেওয়ার কথা মনে করেন না।”

আরও পড়ুন:রাজনীতি ছেড়ে দেওয়া বাবুল বিজেপির প্রচারক তালিকায়: ‘বিশেষ কারণ?’ প্রশ্ন কুণালের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ বিরোধী দলের মুখ হওয়ার কথা বলা হলে, কংগ্রেস নেতারা বলেছিলেন যে তাদের কাছে রাহুল গান্ধী আছে। পাওয়ার বলেন, “সব দল, বিশেষ করে কংগ্রেসের সহকর্মীরা, তাদের নেতৃত্বের ব্যাপারে আলাদা অবস্থান নিতে প্রস্তুত নয়।” অহংকারের কারণে এটা হয়েছে কিনা জানতে চাইলে তিনি “জমিদার” (জমিদার) সম্পর্কে একটি গল্পের উল্লেখ করেন। তিনি বলেন, “আমি উত্তরপ্রদেশের জমিদারদের একটি গল্প শুনেছিলাম , যাদের কাছে বিশাল পরিমান জমি এবং বড় হাভেলী ছিল। কিন্তু তারা তা রক্ষনাবেক্ষন করতে পারত না। কারণ , ভূমি সিলিং আইনের জন্য তাদের জমি সংকুচিত হয়ে গেছে। তাদের কৃষি আয়ও আগের মতো (ততটা) নয়। কয়েক হাজার একর থেকে তাদের জমি সঙ্কুচিত হয়ে ১৫ বা ২০ একরে নেমে এসেছে। জমিদার যখন সকালে ঘুম থেকে উঠে আশেপাশের সবুজ মাঠের দিকে তাকিয়ে বলেন সব জমি তার। এটা একসময় তার ছিল কিন্তু এখন তার নয়।” কংগ্রেসকে একটি অনুর্বর গ্রামের ‘পাতিল’ (প্রধান) এর সাথে তুলনা করা যেতে পারে কিনা জানতে চাইলে পাওয়ার বলেন, আমি সেই তুলনা করতে চাই না।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version