Thursday, August 21, 2025

বিজ্ঞাপন কাণ্ডে সংবাদপত্রের ঘাড়ে দায় চাপালো যোগী সরকার

Date:

যোগীর রাজ্যে উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের(Maa flyover) ছবি প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বেগতিক বুঝে এই ঘটনায় এবার সংবাদপত্রের(newspaper) উপর ভুলের দায় চাপালো উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকারের(Uttar Pradesh government) এই অভিযোগ মেনে নিয়েছে সংবাদপত্র গোষ্ঠীও। ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি ইতিমধ্যে ডিজিটাল মাধ্যম থেকে সরিয়েও নেওয়া হয়েছে।

রবিবার সংবাদ পত্রের পাতা জুড়ে এক বিজ্ঞাপন প্রকাশ করে উত্তরপ্রদেশ সরকার। উদ্দেশ্য ছিল ভোটের আগে ফলাও করে যোগী সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ তুলে ধরা। সেই বিজ্ঞাপনে উত্তরপ্রদেশের পরিকাঠামোগত উন্নয়নের নজির তুলে ধরতে ছবি প্রকাশ করা হয় মা উড়ালপুলের। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্ক শুরু হয়। বড়োসড়ো ভুল হয়েছে বুঝতে পেরে সরকারিভাবে বিবৃতি প্রকাশ করে যোগী সরকার। যেখানে জানানো হয়, বিজ্ঞাপনটি তৈরি করার সময় ভুল করেছিল সংশ্লিষ্ট সংবাদপত্র। যোগী সরকারের কথামতো সেই অভিযোগ মেনে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক টুইটে সংবাদপত্রের তরফে ক্ষমা চেয়ে জানানো হয়, “সংবাদপত্রে প্রকাশিত একটি বিজ্ঞাপনে কোলাজ তৈরির সময় অসাবধানতাবশত ভুল ছবি দেওয়া হয়েছে। বিপণন বিভাগের ভুলের জেরেই এই ঘটনা ঘটেছে। এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ডিজিটাল মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়েছে।” এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী সরকারের চাপের মুখে পড়ে ঘটনার দায় স্বীকার করেছে সংবাদপত্রটি?

আরও পড়ুন:হার ঘোষণার ২ ঘন্টা পর চুরি করে জিতেছি…! সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুভেন্দু

উল্লেখ্য, ২০১৫ সালের ৯ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন ‘মা’ উড়ালপুলের। উড়ালপুলের এই নামটিও খোদ মুখ্যমন্ত্রীর দেওয়া। মুলত পার্কসার্কাস ও এ জে সি বোস রোডের সঙ্গে ইএম বাইপাসকে যুক্ত করেছে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুলটি। আর সেই উড়ালপুলের ছবি দিন দেখা যায় যোগী সরকারের বিজ্ঞাপনে। ছবিটি যে কলকাতার তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এই উড়ালপুলের পাশে থাকা হোটেলের ছবি তো বটেই এমনকি উড়ালপুলে দেখা যাচ্ছে কলকাতার অন্যতম পরিচয় হলুদ ট্যাক্সিও ছবিও।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version