Thursday, November 13, 2025

গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, বিজেপির বিধায়ক দলের বৈঠকে সিদ্ধান্ত

Date:

গোষ্ঠী কোন্দলে জর্জরিত হয়ে শনিবার গুজরাটের(Gujarat) মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় রূপানি(Vijay Rupani)। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এবার বেছে নেওয়া হলো গুজরাটের নয়া মুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠকে বসেছিল বিজেপির পরিষদীয় দল। সেখানেই ভূপেন্দ্র ভাই প্যাটেলের(Bhupendra Patel) নামে সীলমোহর দেয় নেতৃত্ব।

আরও পড়ুন:‘আপনার ব্লকে আপনার কো-অর্ডিনেটর’: বিধাননগরে মানুষের অভাব-অভিযোগ শুনছেন কৃষ্ণা চক্রবর্তী

প্রসঙ্গত, ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে ঘাটলোডিয়া বিধানসভা কেন্দ্র থেকে ১ লক্ষ ১৭ হাজার ভোটে জয়লাভ করেন ভূপেন্দ্র প্যাটেল। বর্তমান পরিস্থিতিতে আগামী বছরই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে বিজয় রূপানির জায়গায় এই পাতিদার নেতার উপরই ভরসা রাখল বিজেপি। শোনা যাচ্ছে, তিনি আবার আনন্দীবেন প্যাটেলেরও ঘনিষ্ঠ। এদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী বদলকে নিয়ে নির্বাচনের প্রাক্কালে মাত্র ৬ মাসের মধ্যে দেশের ৪ রাজ্যে মুখ্যমন্ত্রীর বদলে ফেলল বিজেপি। আর এই ঘটনায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে বিরোধীদের তরফ এ দাবি করা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্য গুলিতে মূলত মানুষকে বোকা বানানোর রাস্তায় হেঁটে চলেছে গেরুয়া শিবির। এই সমস্ত রাজ্যগুলিতে কোনো উন্নয়ন হয়নি তাই নির্বাচনের আগে বিজেপি মুখ্যমন্ত্রী বদল করে বোঝাতে চাইছে দোষ বিজেপির নয় প্রশাসনের মাথায় থাকা ওই মানুষটার। তাই তাকে বদল করা হলো এবার আপনারা বিজেপিকে ভোট দিন। তবে মানুষ এত বোকা নয়, ভোটবাক্সে তারা সঠিক জবাবটা সময়মতো দিয়ে দেবে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version