বেহালার জোড়া খুনের পর্দা ফাঁস, গ্রেফতার নিহত গৃহবধুর মাসতুতো ভাই

বেহালা জোড়া খুনের ঘটনার কিনারা করল লালবাজার। ঘটনায় মৃতার দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সন্দীপ দাস (৩২) এবং সঞ্জয় দাস (৪৪)। পুলিশের প্রাথমিক অনুমান, টাকার জন্যই খুন করা হয়েছিল সুস্মিতা ও তার ছেলে তমোজিৎকে। সোমবার অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

গত সোমবার বেহালার পর্ণশ্রীর আবাসনে মা ও ছেলের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর টাকার জন্যই খুন করা হয়েছিল সুস্মিতা ও তার ছেলে তমোজিৎকে। পুলিশ তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন অর্থাৎ গত সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সুস্মিতার বাড়িতে যায় সন্দীপ ও সঞ্জয়। সেই সময় অনলাইনে ক্লাস করছিল তমোজিৎ। তার ঘরেই খুন করা হয় সুস্মিতাকে। পরে খুনের ঘটনা দেখে ফেলায় তমোজিৎকেও খুন করা হয়। এরপর সুস্মিতার গহনা নিয়ে পালায় সঞ্জয় ও সন্দীপ।

ধৃত ৩২ বছরের সন্দীপ ও ৪৪ বছরের সঞ্জয় দাস মহেশতলা থানা এলাকার ঘোষপাড়া শ্যামপুরের বাসিন্দা। লালবাজার সূত্রে খবর, ইদানীং দুই ভাইয়ের আর্থিক অনটন চলছিল। বাজারে প্রচুর ধার ছিল সঞ্জয়ের। তা শোধ করতেই এই ভয়ঙ্কর কাণ্ড!

আরও পড়ুন- ‘আপনার ব্লকে আপনার কো-অর্ডিনেটর’: বিধাননগরে মানুষের অভাব-অভিযোগ শুনছেন কৃষ্ণা চক্রবর্তী