Friday, November 7, 2025

রাতারাতি মন্দির ভেঙে পরিষ্কার জায়গা, অভিযোগের তির কর্নাটকের বিজেপি সরকারের বিরুদ্ধেই

Date:

এবার কর্ণাটকের বিজেপি সরকারের বিরুদ্ধে মন্দির ভেঙে  দেওয়ার অভিযোগ উঠল। রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে মন্দির ভাঙার অভিযোগ উঠল বিজেপির প্রশাসনের বিরুদ্ধে। রীতিমত মন্দির ভেঙে জায়গা পরিস্কার করে দিয়েছে বিজেপি সরকার। এই নিয়ে তপ্ত কর্ণাটকের রাজনীতি। মন্দির ভাঙার প্রতিবাদে বেশি সরব হয়েছে কংগ্রেস (Congress)।

শনিবার ভোররাতে কর্ণাটকের মাইসুরুর নাঞ্জাঙ্গুড় এলাকায় একটি হিন্দু মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যে মন্দিরের ধ্বংসাবশেষ সরিয়ে দেওয়াও হয়েছে। এক্ষেত্রে স্থানীয়রা কিছুই জানতেন না বলে দাবি করেছেন। এই নিয়ে প্রবল ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। যদিও জেলা প্রশাসনের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশেই তাঁরা মন্দিরটি ভাঙতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন-আরএসএসের গোপন রিপোর্টেই গুজরাতে ভোটে হারার স্পষ্ট ইঙ্গিত, তাই রূপানি বিদায়

এই মন্দির ভাঙার প্রতিবাদে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া টুইট করে লিখেছেন,”এভাবে প্রাচীন হিন্দু মন্দির ধ্বংসের প্রতিবাদ করছি। এলাকার মানুষের সঙ্গে কথা না বলেই মন্দিরটি ভেঙে দেওয়া হল। এতে বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে।” তাঁর বক্তব্য, যতই আদালতের নির্দেশ থাক, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মন্দির ভাঙা যেত। মন্দিরের জন্য বিকল্প জায়গার কথা ভাবা যেত।

তবে এক বিজেপি সাংসদই টুইটারে প্রশ্ন তুলেছেন, “কেন এই মন্দির ভাঙা হল? কী ক্ষতি করছিল এই মন্দির?” সূত্রের খবর, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা  এই এলাকায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...
Exit mobile version