Monday, May 5, 2025

প্রবল বৃষ্টিতে ভাসছে দিল্লি৷ উত্তরের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত হয়েই চলেছে৷ এর মধ্যে কাশ্মীরের রাজৌরিতে (Rajouri) মেঘভাঙা (Cloudburst) বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গেল পাঁচ জন৷ ইতিমধ্যে চারজনের দেহ খুঁজে পাওয়া গিয়েছে৷ মৃতদের মধ্যে দুই শিশু এবং এক নাবালিকাও আছে৷ নিখোঁজ আরও একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে৷রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টি নামে৷ খবর মেলে একটি উপজাতি সম্প্রদায়ের পাঁচজন হড়পা বানে ভেসে গিয়েছে৷ তার পর থেকে কোনও খোঁজ নেই তাঁদের৷ সকলেই একই পরিবারের সদস্য বলে জানা যায়৷ নিখোঁজদের সন্ধান পেতে উদ্ধারকার্যে নামে এসডিআরএফ (State Disaster Response Force or SDRF)৷ যদিও  স্থানীয়রা জানান, ওদের বাঁচার সম্ভাবনা কম৷
কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস কাশ্মীর জানিয়েছে, রাফিয়াবাদ এলাকায় থাকত ওই পরিবার৷ প্রবল বৃষ্টিতে ভেসে যায় সকলে৷ তাতে মহম্মদ তারিক খারি (৮), শাহনাজা বেগম (৩০), নাজিয়া আখতার (১৪) এবং আরিফ হুসেন খারি (৫)-র মৃত্যু হয়েছে৷ নিখোঁজ মহম্মদ বাশির খারি (৮০)-র ও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে রয়েছে পুলিশ৷ কিন্তু পুলিশ বা প্রশাসনের তরফে এ ব্যাপারে  কোনও মন্তব্য করা হয়নি৷  যদিও পুলিশ সূত্রে খবর, চারজনের দেহ পাওয়া গিয়েছে৷ পঞ্চম জনের খোঁজ চলছে৷

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version