Thursday, August 28, 2025

রবিবাসরীয় প্রচারে দিদির হয়ে মাঠে নামলেন ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়

Date:

একদিকে বেজেছে পুজোর বাদ্যি। অন্যদিকে শুরু হয়েছে ভোটপ্রচার। রবিবার ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মাঠে নেমে পড়েন তাঁর সৈনিকেরা। রবিবাসরীয় প্রচারে সকাল সকাল ভবানীপুরের একাধিক ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন ফিরহাদ হাকিম।এরপর বেলা বাড়তেই দিদির হয়ে ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।রবিবাসরীয় প্রচারে নেমে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন,’ভবানীপুরে অবাঙালি বলে কেউ নেই। যাঁরা আছেন তাঁরা ভারতীয় এবং সবাই বাঙালি।‘

আরও পড়ুন:ভবানীপুর উপনির্বাচন: ষড়যন্ত্রের জবাবে রেকর্ড মার্জিনের লক্ষ্যে ব্লু-প্রিন্ট তৈরি তৃণমূলের
উপনির্বাচনের দিন ঘোষণার পরই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। সপ্তাহের অনান্য দিনের পাশাপাশি ছুটির দিনে কোনও খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রীর সৈনিকরা।আজ তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।এই ওয়ার্ডেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। শুধু তাই নয়, এই ওয়ার্ডের ভোটারও তিনি। বলা ভালো ঘরের মেয়ে তিনি। তাই এই ওয়ার্ডে দিদির হয়ে প্রচার সারলেন তাঁর ভাই।
প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপরীতে রয়েছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ভোট আগামী ৩০ সেপ্টেম্বর।প্রচারের শুরুতেই তৃণমূল সুপ্রিমো ওয়ার্ড ভাগ করে দিয়েছেন তাঁর কর্মীদের।সেইমতোই চলছে জায়গায় প্রচার কর্মসূচি। ‘ভবানীপুরে দিদিকে চাই। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে।‘ এভাবেই ভবানীপুরের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফ্লেক্স, ব্যানার লাগানোর কাজে হাত দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version