Sunday, May 4, 2025

প্রবল বৃষ্টিতে ভাসছে দিল্লি৷ উত্তরের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত হয়েই চলেছে৷ এর মধ্যে কাশ্মীরের রাজৌরিতে (Rajouri) মেঘভাঙা (Cloudburst) বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গেল পাঁচ জন৷ ইতিমধ্যে চারজনের দেহ খুঁজে পাওয়া গিয়েছে৷ মৃতদের মধ্যে দুই শিশু এবং এক নাবালিকাও আছে৷ নিখোঁজ আরও একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে৷রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টি নামে৷ খবর মেলে একটি উপজাতি সম্প্রদায়ের পাঁচজন হড়পা বানে ভেসে গিয়েছে৷ তার পর থেকে কোনও খোঁজ নেই তাঁদের৷ সকলেই একই পরিবারের সদস্য বলে জানা যায়৷ নিখোঁজদের সন্ধান পেতে উদ্ধারকার্যে নামে এসডিআরএফ (State Disaster Response Force or SDRF)৷ যদিও  স্থানীয়রা জানান, ওদের বাঁচার সম্ভাবনা কম৷
কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস কাশ্মীর জানিয়েছে, রাফিয়াবাদ এলাকায় থাকত ওই পরিবার৷ প্রবল বৃষ্টিতে ভেসে যায় সকলে৷ তাতে মহম্মদ তারিক খারি (৮), শাহনাজা বেগম (৩০), নাজিয়া আখতার (১৪) এবং আরিফ হুসেন খারি (৫)-র মৃত্যু হয়েছে৷ নিখোঁজ মহম্মদ বাশির খারি (৮০)-র ও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে রয়েছে পুলিশ৷ কিন্তু পুলিশ বা প্রশাসনের তরফে এ ব্যাপারে  কোনও মন্তব্য করা হয়নি৷  যদিও পুলিশ সূত্রে খবর, চারজনের দেহ পাওয়া গিয়েছে৷ পঞ্চম জনের খোঁজ চলছে৷

 

 

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version