Sunday, January 11, 2026

এবার কু-তেও অ্যাকাউন্ট খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

Date:

Share post:

ফেসবুক-ট্যুইটার তো ছিলই, এবার নতুন সমাজ মাধ্যম কু-তেও অ্যাকাউন্ট খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী দিনে এখানেও সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । উল্লেখ্য, এই অ্যাপের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপির বহু নেতাই এই অ্যাপ ব্যবহার করছেন।
সোশ্যাল মিডিয়ায় তার অবাধ পদচারণাই তৃণমূলকে ২০২১ বিধানসভা নির্বাচনে কাঙ্খিত জয়ের পথে অনেকটা এগিয়ে দিয়েছিল। যে নেতারা ট্যুইটার বা ফেসবুকে ততটা সক্রিয় ছিলেন না তাদেরকও অভিষেক রীতিমতো বাধ্য করেন ট্যুইটারে সক্রিয় হতে। দিনে পাঁচটি টুইট করতে দেখা যায় নেতামন্ত্রীদের। ফলো আসে হাতেনাতে। ফ্যানবেস তৈরি হয় বহু তৃণমূল নেতার।

মোদি তাঁর ‘মন কি বাত’ প্রোগ্রামে ‘কু’ অ্যাপ নিয়ে আলোচনাও করেছেন। সম্প্রতি, রাষ্ট্রীয় জনতা দলের নেতা এবং বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ যাদবও ‘কু’ অ্যাপে যোগ দিয়েছেন। গত কয়েক মাসে রাজনীতি, বিনোদন এবং খেলাধুলা ক্ষেত্রের অনেক সেলিব্রেটি এই অ্যাপে যোগদানের দিকে ঝুঁকেছেন। এরই মধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কু অ্যাপে যোগ  নিয়ে বেশ চর্চাও চলছে।

তবে শুধু অভিষেক নন, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক মন্ত্রীই। চলতি বছরের ফেব্রুয়ারিতে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং রবিশঙ্কর প্রসাদ-সহ অনেক সরকারী বিভাগ ‘কু’ অ্যাপে তাদের অ্যাকাউন্ট তৈরি করেছিল। প্রসঙ্গত, যে সময় এই কু অ্যাপটি বাজারে আসে, সেই সময় সরকার এবং টুইটারের মধ্যে বিরোধ চলছিল প্রবলবভাবে। কেবল বিজেপি নেতারা নন, রাজস্থানের কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলটও মে মাসে এই অ্যাপ ব্যবহার শুরু করেছিলেন।

‘কু’ অ্যাপে শব্দ ব্যবহারের সর্বোচ্চ সীমা ৪০০। এই ‘কু’ অ্যাপটিকে টুইটারের বিকল্প হিসেবে দেখা হয়। এই অ্যাপটি ২০২০ সালের মার্চ মাসে শুরু হয়েছিল। সরকারের স্বনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ জেতার পর, ‘কু’ অ্যাপ নিয়ে চারদিকে আলোচনা শুরু করে। ‘কু’ অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহারকারীরা দেশ ও বিশ্ব সম্পর্কে তথ্য পেতে পারেন।

 

advt 19

 

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...