Monday, August 25, 2025

কোভিড বিধি শিকেয় তুলে জন্মদিনের পার্টিতে হুল্লোড় কৈলাস পুত্র আকাশ বিজয়বর্গীয়র

Date:

তাঁর বাবা বিজেপির(BJP) অন্যতম শীর্ষ নেতা। বিধায়ক পুত্র নিজে অবশ্য কম বিতর্কিত নন। তবে বিতর্কে থাকতেই তিনি যেন বেশি ভালোবাসেন। করোনাকালে(covid situation) সমস্ত বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল আড়ম্বরে জন্মদিনের পার্টি করলেন কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya) পুত্র বিধায়ক আকাশ বিজয়বর্গীয়(Akash Vijayvargiya)। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন মাস্ক ও ২ গজের দূরত্ব বজায় রাখার জন্য। করোনা ও গণেশ উৎসবের জন্য ইন্দোরে চলছে ১৪৪ ও ১৮৮ ধারা। নিয়ম অনুযায়ী ১০ জনের বেশি একসঙ্গে জমা হওয়াতে নিষেধাজ্ঞা আছে। তবে সেসবকে তোয়াক্কা না করেই হাজার খানেক লোক নিয়ে জন্মদিনের পার্টিতে মাতেন ইন্দোর-৩ এর বিধায়ক আকাশ। যেখানে দূরত্ব বিধিতো দূরের কথা, ন্যূনতম মাস্কটুকুও পরেনি কেউ। তবে বিজেপি শাসিত রাজ্যে এমন গর্হিত অপরাধের পরও মহামারী আইনে কাউকে গ্রেফতার করা হয়নি। পাশাপাশি নিজের এমন কর্মকাণ্ডে বিন্দুমাত্র কুণ্ঠাপ্রকাশ না করেই সংবাদমাধ্যমকে আকাশ জানান, এত মানুষ যে তাঁকে ভালবেসে জড়ো হয়েছেন, পুজো দিচ্ছেন, তাতে তিনি উল্লসিত।

আরও পড়ুন:রাজ্যের নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে এখনই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

উল্লেখ্য, বিতর্কিত আকাশের বেআইনি কর্মকাণ্ড অবশ্য এই প্রথমবার নয়, এর আগে এক পুর আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন আকাশ। গত বছর নভেম্বর মাসে মধ্যপ্রদেশ সরকারকে রীতিমতো হুমকিও দেন কৈলাস পুত্র। তৎকালীন কংগ্রেস সরকারকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘খালি হাতে ঘুরে বেড়াই না আমরা।’ এবার বিতর্কের শিখরে উঠল আকাশের জন্মদিন পালন।

 

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version