Sunday, May 4, 2025

ভবানীপুর উপনির্বাচন: হিন্দিভাষীরাও মজে মমতায়, ১৬ই বৈঠক উত্তম উদ্যানে

Date:

নেহাত একটি আপাত-নিরীহ উপনির্বাচন (By Poll) নয়। তৃণমূলের (TMC) কাছে এই ভোট ষড়যন্ত্রের জবাব দেওয়ার, আত্মমর্যাদার লড়াই। তাই জয় নিশ্চিত হলেও চাই রেকর্ড মার্জিন। একুশের বিধানসভা ভোটে ভবানীপুরে (Bhawanipur) ২৮ হাজার ৫০৭ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondev Chatterjee) । কিন্তু ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডে তিনি সামান্য পিছিয়ে ছিলেন। তার আগে ২০১৯ লোকসভা ভোটে বিরাট মার্জিনে জিতলেও এই দুই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মালা রায় (Mala Roy) বড় ব্যবধানে পিছিয়ে ছিলেন। মূলত, এই দুই ওয়ার্ডে হিন্দিভাষী মানুষদের আধিক্য। তাঁদের একটি বড় অংশের ভোট যায় বিজেপির দিকে।
তবে এবার ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই সেই মিথ ভাঙবে। ভবানীপুরের ঘরের মেয়ের প্রতি আবেগ রয়েছে হিন্দিভাষীদেরও। তৃণমূলের দাবি, হিন্দিভাষীরাও মজে মমতায়। তাঁরাও মনেপ্রাণে চাইছেন এলাকার বিধায়ক হোন স্বয়ং মুখ্যমন্ত্রী। শুধু ভবানীপুর নয়, রাজ্যের হিন্দিভাষীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর কাজ করেছেন। তা কারও অজানা নয়।
এবার উপনির্বাচনের আগে ১৬ সেপ্টেম্বর হিন্দিভাষীদের সঙ্গে নিজেই সরাসরি কথা বলবেন তৃণমূল নেত্রী। তাঁরাও নেত্রীকে সামনে পেতে আগ্রহী। ওইদিন ৭২ নম্বর ওয়ার্ডে পদ্মপুকুর এলাকার উত্তম উদ্যানে (Uttam Udayan) হিন্দিভাষী ভোটারদের সঙ্গে বসবেন তিনি। বিকেল ৪টেয় হওয়ার কথা এই সভা। সরাসরি ভোটারদের অভাব-অভিযোগ শুনবেন তৃণমূল নেত্রী। তবে সভা ৭২নং ওয়ার্ডে হলেও ভবানীপুর বিধানসভার সবকটি ওয়ার্ড থেকেই সাংগঠনিক কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version