Wednesday, November 12, 2025

অতিমারি পর্বে নয়া উদ্বেগ, জলপাইগুড়ি সদর হাসপাতালে জ্বর, পেটব্যাথা নিয়ে ভর্তি ১২১ জন শিশু

Date:

করোনার তৃতীয় ঢেউয়ের চোখরাঙানির মধ্যেই জলপাইগুড়িতে সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভিড়। জ্বর, বমি,পেটখারাপ,তরকা-সহ নানা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি ১২১ জন শিশু। চিকিৎসকেরা জানিয়েছেন ১ থেকে ৩ বছরের শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি শয্যা বাড়িয়ে নতুন বিভাগ চালু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শিশু ওয়ার্ডে ৪০টি বেড বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দফতর।তবে আতঙ্কিত হওয়ার কারণ দেখছেন না চিকিৎসকেরা।

আরও পড়ুন:ফের কালিয়াচকে গঙ্গা ভাঙন, তলিয়ে গেল ফসলি জমি-সহ ১০-১২টি বাড়ি

করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমিত হতে পারে শিশুরা, আগেভাগেই এমন সতর্কবার্তা দিয়েছিল হু-এর তরফে। জলপাইগুড়ি সদর হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, গত চার থেকে পাঁচ দিনের মধ্যে জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি এবং কোচবিহারের মেখলিগঞ্জ, হলদিবাড়ি থেকে বহু শিশু জ্বর, সর্দি, পেটব্যাথা, তরকা,পেটখারাপ-সহ নানান উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। যদিও সুস্থও হয়ে উঠেছে বহু শিশু এবং কারোর শরীরেই করোনাভাইরাস মেলেনি। তবে অসুস্থ শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় রাতারাতি ৪০টি শয্যা বাড়িয়ে একটি নতুন বিভাগ চালু করেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়লেও চিকিৎসকরা জানিয়েছেন, মরশুম বদলের জন্যই শিশুদের মধ্যে এ ধরণের উপসর্গ দেখা দিচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই জানানো হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version