Thursday, August 21, 2025

রাজ্যের নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে এখনই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

Date:

রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচন বা উপনির্বাচন সংক্রান্ত বিষয়ে এখনই হস্তক্ষেপ করবেনা হাইকোর্ট ৷ এ বিষয়ে শুনানির জন্য আরও ৬ মাস মামলাকারীকে অপেক্ষা করতেও বলা হয়েছে৷ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়েছে,রাজ্যের নির্বাচন নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানির প্রয়োজনই নেই৷ কারণ, তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি৷

 

প্রসঙ্গত, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর, দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন এবং ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন ঘোষণার পরই হাইকোর্টে মামলা করে দাবি করা হয়

বাকি শূণ্য আসনেও একইসঙ্গে ভোট ঘোষণা করতে হবে৷ এদিনের শুনানিতে এই সওয়ালের পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দেন, বিধানসভা উপনির্বাচন বা নির্বাচন সংক্রান্ত বিষয়ে রুজু করা জনস্বার্থ মামলায় এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট কোনওভাবেই হস্তক্ষেপ করবে না৷ কারণ হিসেবে প্রধান বিচারপতি জানান, এই ধরনের মামলার পরিস্থিতি এখনও তৈরি হয়নি৷ তাই এখন শুনানিরও কোনও প্রয়োজন নেই। হাইকোর্ট এদিন জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আদালত মনে করছে, এই মুহূর্তে এ ধরনের জনস্বার্থ মামলা দায়ের করার পরিস্থিতি এখনই নেই৷ নির্বাচন কমিশন সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ এই ইস্যুতে মামলা করতে হলে মামলাকারী রমাপ্রসাদ সরকারকে আগামী ৬ মাস অপেক্ষা করতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন এই রায় ঘোষণা করেছে৷

 

এর পাশাপাশি সব্যসাচী চট্টোপাধ্যায়ের রুজু করাভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে করা আর এটি জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়েই এদিন প্রশ্ন তুলেছে জাতীয় নির্বাচন কমিশন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২০ সেপ্টেম্বর৷

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version