Monday, November 10, 2025

রাজ্যের নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে এখনই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

Date:

রাজ্যের তিন কেন্দ্রের নির্বাচন বা উপনির্বাচন সংক্রান্ত বিষয়ে এখনই হস্তক্ষেপ করবেনা হাইকোর্ট ৷ এ বিষয়ে শুনানির জন্য আরও ৬ মাস মামলাকারীকে অপেক্ষা করতেও বলা হয়েছে৷ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ সোমবার জানিয়েছে,রাজ্যের নির্বাচন নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানির প্রয়োজনই নেই৷ কারণ, তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি৷

 

প্রসঙ্গত, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর, দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন এবং ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন ঘোষণার পরই হাইকোর্টে মামলা করে দাবি করা হয়

বাকি শূণ্য আসনেও একইসঙ্গে ভোট ঘোষণা করতে হবে৷ এদিনের শুনানিতে এই সওয়ালের পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দেন, বিধানসভা উপনির্বাচন বা নির্বাচন সংক্রান্ত বিষয়ে রুজু করা জনস্বার্থ মামলায় এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট কোনওভাবেই হস্তক্ষেপ করবে না৷ কারণ হিসেবে প্রধান বিচারপতি জানান, এই ধরনের মামলার পরিস্থিতি এখনও তৈরি হয়নি৷ তাই এখন শুনানিরও কোনও প্রয়োজন নেই। হাইকোর্ট এদিন জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আদালত মনে করছে, এই মুহূর্তে এ ধরনের জনস্বার্থ মামলা দায়ের করার পরিস্থিতি এখনই নেই৷ নির্বাচন কমিশন সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ এই ইস্যুতে মামলা করতে হলে মামলাকারী রমাপ্রসাদ সরকারকে আগামী ৬ মাস অপেক্ষা করতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন এই রায় ঘোষণা করেছে৷

 

এর পাশাপাশি সব্যসাচী চট্টোপাধ্যায়ের রুজু করাভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে করা আর এটি জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়েই এদিন প্রশ্ন তুলেছে জাতীয় নির্বাচন কমিশন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২০ সেপ্টেম্বর৷

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version