Sunday, August 24, 2025

ভোট-পরবর্তী হিংসা মামলায় সোমবার রাজ্যের আবেদন শুনবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ

Date:

ভোট-পরবর্তী হিংসা(postpoll violation) মামলায় কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) তরফে সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আগেই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার(state government)। আগামী সোমবার রাজ্যের দায়ের করা সেই আবেদন শুনবে শীর্ষ আদালতের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ। যেখানে রয়েছেন বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। এই ৭ দিনের মধ্যে সব পক্ষকে দু পাতার মামলাসংক্রান্ত নোট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

ভোট-পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই জেলায় জেলায় ঘুরে কথা বলেছেন নির্যাতিতদের সঙ্গে। এদিকে সিবিআই তদন্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে রাজ্য সরকারের দায়ের করা পিটিশনে অভিযোগ করা হয়েছে, রাজ্যে পা রেখে সিবিআই কেন্দ্রের পক্ষে কাজ করছে। তাদের একমাত্র লক্ষ্য তৃণমূল কর্মী সমর্থকদের বিভিন্ন মামলায় ফাঁসানো। সরকারের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছে সিবিআই। একইসঙ্গে এই মামলায় রাজ্যে যে সিবিআই তদন্ত চলছে তাতে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:২০ দিন ধরে প্রধানমন্ত্রীর মেগা জন্মোৎসব পালনের ঘোষণা দিলীপ ঘোষের

উল্লেখ্য গত ১৯ আগস্ট ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। খুন ও ধর্ষণের মতো ঘটনার তদন্ত ভার দেওয়া হয় সিবিআইকে। এর পাশাপাশি অন্যান্য হিংসার তদন্তভার দেওয়া হয় সিটকে। তদন্তভার হাতে নিয়ে ইতিমধ্যেই ভোট-পরবর্তী হিংসা মামলায় ৩০টি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version