Wednesday, November 12, 2025

ভোট-পরবর্তী হিংসা মামলায় সোমবার রাজ্যের আবেদন শুনবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ

Date:

ভোট-পরবর্তী হিংসা(postpoll violation) মামলায় কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) তরফে সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আগেই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার(state government)। আগামী সোমবার রাজ্যের দায়ের করা সেই আবেদন শুনবে শীর্ষ আদালতের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ। যেখানে রয়েছেন বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। এই ৭ দিনের মধ্যে সব পক্ষকে দু পাতার মামলাসংক্রান্ত নোট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।

ভোট-পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই জেলায় জেলায় ঘুরে কথা বলেছেন নির্যাতিতদের সঙ্গে। এদিকে সিবিআই তদন্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে রাজ্য সরকারের দায়ের করা পিটিশনে অভিযোগ করা হয়েছে, রাজ্যে পা রেখে সিবিআই কেন্দ্রের পক্ষে কাজ করছে। তাদের একমাত্র লক্ষ্য তৃণমূল কর্মী সমর্থকদের বিভিন্ন মামলায় ফাঁসানো। সরকারের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছে সিবিআই। একইসঙ্গে এই মামলায় রাজ্যে যে সিবিআই তদন্ত চলছে তাতে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:২০ দিন ধরে প্রধানমন্ত্রীর মেগা জন্মোৎসব পালনের ঘোষণা দিলীপ ঘোষের

উল্লেখ্য গত ১৯ আগস্ট ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। খুন ও ধর্ষণের মতো ঘটনার তদন্ত ভার দেওয়া হয় সিবিআইকে। এর পাশাপাশি অন্যান্য হিংসার তদন্তভার দেওয়া হয় সিটকে। তদন্তভার হাতে নিয়ে ইতিমধ্যেই ভোট-পরবর্তী হিংসা মামলায় ৩০টি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

 

Related articles

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর...
Exit mobile version