Monday, November 10, 2025

মোদির জন্মদিনে পিএম কেয়ারের টাকায় দেশজুড়ে ১২০০ অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা

Date:

মোদির (prime minister Narendra Modi) জন্মদিনে (Birthday celebration) কোনও উৎসব পালন নয় বরং সেবামূলক কাজ করতে চায় গেরুয়া শিবির।  তাই পিএম কেয়ারের (pm care) টাকায় দেশ জুড়ে ১২০০-র বেশি অক্সিজেন প্ল্যান্ট (oxygen plant) লাগানো হবে। তার মধ্যে এ রাজ্যেই ৪৯টি প্ল্যান্ট বসবে । যদিও সেগুলি কোথায় কোথায় সেই স্থান এখনো চূড়ান্ত হয়নি । খুব শীঘ্রই স্থান নির্ধারণের কাজ চূড়ান্ত হয়ে যাবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

 

 

 

বিজেপির কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা অনুযায়ী, মোদির কর্মকাণ্ড নিয়ে জেলাস্তরে প্রদর্শনী হবে। তাছাড়া নমো আ্যাপের মাধ্যমে একটি ভার্চুয়াল প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি পালিত হবে রাজ্যজুড়ে। বিভিন্ন এলাকায় রক্তদান শিবির হবে। দলের যুব মোর্চার নেতৃত্বে সেই কর্মসূচি চলবে।সেইসঙ্গে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য সতর্ক করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সেইসঙ্গে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম বিতরণ করার পরিকল্পনাও র‍য়েছে। মহিলা মোর্চা, এসসি এসটি মোর্চা এই বিষয়গুলির তত্ত্বাবধানে থাকবে। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে ভ্যাক্সিনেশন কর্মসূচি সম্পন্ন করার প্রতিশ্রুতি নিয়েছে বিজেপি সেই কর্মসূচি পালনের লক্ষ্যে বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে যাবেন বিজেপির সাংসদ ও বিধায়কেরা। সকলে বিনামূল্যে যথেষ্ট পরিমাণে রেশন পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে রেশন দোকানগুলিতে যাবেন বিজেপি নেতারা । আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এ বার ৭১ বছরে পা দেবেন তিনি। আর সেই উপলক্ষে দেশ জুড়ে একাধিক কর্মসূচির পরিকল্পনা নিয়েছে বিজেপি।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version