শেক্সপিয়ার সরণিতে শুটআউট: পুলিশের দক্ষতায় চিহ্নিত মূল শুটার

ঘটনার সময়ের ছবি

কলকাতায় একের পর এক শুটআউটের ঘটনা ঘটছে। এবার শেক্সপিয়ার সরণিতে শুটআউটের ঘটনায় মূল শুটারকে চিহ্নিত করল পুলিশ। ইতিমধ্যে শুটারকে খুঁজতে শুরু করেছে পুলিশ।

সিসি ক্যামেরার ফুটেজ দেখেই ওই দুষ্কৃতীকে চিহ্নিত করে শেক্সপিয়ার সরণি থানা এবং কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। পুলিশ সূত্রে খবর, গুলি চালানোর আগে আহত ব্যবসায়ী পঙ্কজ সিংয়ের সঙ্গে দুষ্কতীদের ঝামেলা হয়। তারপর হঠাৎ করে গুলি চালায় দুষ্কৃতীরা।

আরও পড়ুন-আইকোর মামলা: শিল্পভবনে গিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

কলকাতার মিন্টোপার্কে রবিবার রাতে গুলি চালানোর ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ হন হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং (৩৮)। সেই সময় ওই ব্যবসায়ীর গাড়িতে মোট চার জন ছিল বলে খবর। অভিযোগ, এজেসি বোস ফ্লাই ওভারের নীচে সিগন্যালে গাড়ি দাঁড়াতেই সেখানে এসে জড়ো হয় কয়েকজন। জানা গিয়েছে প্রতিটি বাইকে তিনজন করে দুষ্কৃতী ছিল।

advt 19

 

Previous articleআইকোর মামলা: শিল্পভবনে গিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
Next articleবিজ্ঞাপন বিতর্ক: উন্নয়নে উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার তুলনা টেনে যোগীকে খোঁচা ডেরেকের