আইপিএল( Ipl) দ্বিতীয় পর্ব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই বিতর্কের ছায়া কলকাতা নাইট রাইর্ডাস ( Kkr) শিবিরে। হঠাৎই বিস্ফোরক নাইট বোলার কুলদীপ যাদব( Kuldeep yadav)। অধিনায়ক ইয়ন মর্গ্যানকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। কুলদীপ বলেন, দলে অধিনায়কের দিক থেকে ক্রিকেটারদের সঙ্গে কোন যোগাযোগের ব্যাপার নেই। ফলে কী করা উচিত কী করা উচিত নয় বোঝ যায় না।

এদিন আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে কুলদীপ বলেন, “যদি কোচ বা অধিনায়কের সঙ্গে অনেক দিন ধরে কাজ করার সুযোগ পাওয়া যায়, তাহলে সুবিধে হয়। তারাও আমাদের বুঝতে পারে। কিন্তু যদি কোনও যোগাযোগ না থাকে, তাহলে ব্যাপারটা খুব কঠিন হয়ে যায়। মাঝে মাঝে তো বোঝাই যায় না, দল আমার থেকে কী চাইছে, আমি আদৌ খেলার সুযোগ পাব কিনা। কখনও কখনও মনে হয়, আমার দলে থাকা উচিত, ম্যাচ জেতানোর ক্ষমতা আমার আছে। কিন্তু বুঝতেই পারি না, কী কারণে দল থেকে বাদ পড়লাম। ”

আরও পড়ুন:তিন ফরম্যাটেই অধিনায়ক থাকছেন কোহলি, জানালেন জয় শাহ
