তিন ফরম‍্যাটেই অধিনায়ক থাকছেন কোহলি, জানালেন জয় শাহ

তিন ফরম‍্যাটে ভারত অধিনায়ক থাকছেন বিরাট কোহলিই( Virat kohli)। এদিন এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই( bcci) সচিব জয় শাহ(jay shah)। শোনা যাচ্ছিল টি-২০ বিশ্বকাপের ( t-20 world cup)পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বিরাট। নিজের ব‍্যাটিং-এ মন দিতে চান তিনি। এছাড়াও শোনা গিয়েছিল বিশ্বকাপের পরই সাদা বলের ক্রকেটে অধিনায়ক পরিবর্তন হবে ভারতের। অধিনায়ক করা হবে রোহিত শর্মাকে( Rohit sharma)। এদিন সেইসব জল্পনায় উড়িয়ে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। বরং তিনি জানিয়ে দেন বিরাটই থাকছেন তিন ফরম‍্যাটের অধিনায়ক।

এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জয় শাহ বলেন, “মাঠে দল যদি ভাল খেলে তা হলে অধিনায়ক বদলের প্রশ্নই ওঠে না। ইংল্যান্ডে টেস্ট সিরিজে ২-à§§ এগিয়ে ভারত। টি-২০ ক্রিকেটেও ভারতের পারফরমেন্স খুব খারাপ নয়। আইসিসি-র কোনও ট্রফি কোহলি জিততে না পারলেও টি-২০ সিরিজ হারেননি তিনি। তবে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের দোরগোড়া থেকে ফিরেছে। দলের পারফরম্যান্স তুলোনামুলোক ভালো।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস