মহিলাদের বিরুদ্ধে অপরাধের হারে টানা চারবার শীর্ষস্থানে অসম

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

মহিলাদের বিরুদ্ধে অপরাধের হারে শীর্ষস্থান ধরে রাখল উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম।  চলতি সপ্তাহে মঙ্গলবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো-র রিপোর্ট প্রকাশিত হয়েছে।  সেখানে উল্লেখ রয়েছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হারে টানা চার বছর ধরে শীর্ষস্থানে রয়েছে অসম।
২০২০ সালের রিপোর্ট অনুসারে সমগ্র ভারতে মহিলাদের উপরে অপরাধের হার ৫৬.৫। আর সেখানে অসমের হার ১৫৪.৩। ১১২.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িষা। আর তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মহিলাদের উপরে হওয়া অপরাধের হার ১০৬.৪। প্রতি এক লক্ষ জনসংখ্যার উপরে এই অপরাধের হার হিসেব করা হয়ে থাকে।

আরও পড়ুন- বেনজির: ভবানীপুরে উপনির্বাচনেও কমপক্ষে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
পরিসংখ্যান বলছে, ২০১৭ সাল থেকে এই অপরাধের হারে শীর্ষে রয়েছে অসম। ওই বছরে অসমের হার ছিল ১৪৩.৩। পরের দুই বছরে যথাক্রমে ১৬৬ এবং ১৭৭। ২০১৯ সালের তুলনায় মহিলাদের উপরে হওয়া অপরাধ কমার পিছনে করোনা একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে। এই হিসেব করা হয় পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে। গত বছরে ২৬ হাজার ৫৩২টি অভিযোগ দায়ের হয়েছে অসমে। ২০১৮ এবং ২০১৯ সালে সেই সংখ্যা ছিল যথাক্রমে ২৭ হাজার ৬৮৭ এবং ২০ হাজার ২৫।