Friday, November 14, 2025

বিজেপি প্রার্থীকে দেখে “জয় বাংলা” স্লোগান তৃণমূলের”! ববি বললেন গণতান্ত্রিক অধিকার

Date:

জয় নিশ্চিত। তবে ষড়যন্ত্রের জবাব দিতে ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Poll) দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রেকর্ড মার্জিন জেতাতে বদ্ধ পরিকর তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব। নিয়ম করে তাই আজও এলাকায় প্রচার করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) আজ, বুধবার সকালে বৃষ্টি মাথায় নিয়ে চেতলায় (Chetla) নিজের এলাকায় মানুষের দুয়ারে দুয়ারে প্রচার সারেন ফিরহাদ হাকিম। পরমহংসদেব রোড থেকে পিতাম্বর ঘটক লেন পর্যন্ত প্রচার করেন তিনি। প্রচারের ফাঁকে তিনি বলেন, ”আমরা মানুষের দরজায় যাব। মানুষ ভোট দেবে। কুত্‍সা বাংলার মানুষ পছন্দ করেন না। আমার বিরুদ্ধেও কুত্‍সা করা হয়েছিল। মানুষ তার জবাব দিয়েছেন। ৩০ সেপ্টেম্বর ফের ভবানীপুরের মানুষ জবাব দেবেন। রেকর্ড মার্জিনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রচারে নামেন সুব্রত মুখোপাধ্যায়ও (Subrata Mukherjee)। নিজের ওয়ার্ডে প্রচার করেন রতন মালাকার।

 

এদিকে, বুধবার সকালে বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) প্রচার করতে নামলে তাঁকে ঘিরে “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রচার চলাকালীন স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রের সামনে তাঁকে দেখেই “জয় বাংলা” ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লেগান দিতে থাকেন তৃণমূলের স্থানীয় সমর্থকরা।

 

বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূল কর্মীদের এমন স্লোগান কেন? উত্তরে ফিরহাদ হাকিম বলেন, ”স্লোগান দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। মানুষ কাকে সমর্থন করবেন, কাকে ভোট দেবেন, কার নামে স্লোগান দেবেন, সেটা তাঁরাই ঠিক করবেন।”

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version