Wednesday, August 27, 2025

বিজেপি প্রার্থীকে দেখে “জয় বাংলা” স্লোগান তৃণমূলের”! ববি বললেন গণতান্ত্রিক অধিকার

Date:

জয় নিশ্চিত। তবে ষড়যন্ত্রের জবাব দিতে ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Poll) দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রেকর্ড মার্জিন জেতাতে বদ্ধ পরিকর তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব। নিয়ম করে তাই আজও এলাকায় প্রচার করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) আজ, বুধবার সকালে বৃষ্টি মাথায় নিয়ে চেতলায় (Chetla) নিজের এলাকায় মানুষের দুয়ারে দুয়ারে প্রচার সারেন ফিরহাদ হাকিম। পরমহংসদেব রোড থেকে পিতাম্বর ঘটক লেন পর্যন্ত প্রচার করেন তিনি। প্রচারের ফাঁকে তিনি বলেন, ”আমরা মানুষের দরজায় যাব। মানুষ ভোট দেবে। কুত্‍সা বাংলার মানুষ পছন্দ করেন না। আমার বিরুদ্ধেও কুত্‍সা করা হয়েছিল। মানুষ তার জবাব দিয়েছেন। ৩০ সেপ্টেম্বর ফের ভবানীপুরের মানুষ জবাব দেবেন। রেকর্ড মার্জিনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রচারে নামেন সুব্রত মুখোপাধ্যায়ও (Subrata Mukherjee)। নিজের ওয়ার্ডে প্রচার করেন রতন মালাকার।

 

এদিকে, বুধবার সকালে বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) প্রচার করতে নামলে তাঁকে ঘিরে “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রচার চলাকালীন স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রের সামনে তাঁকে দেখেই “জয় বাংলা” ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লেগান দিতে থাকেন তৃণমূলের স্থানীয় সমর্থকরা।

 

বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূল কর্মীদের এমন স্লোগান কেন? উত্তরে ফিরহাদ হাকিম বলেন, ”স্লোগান দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। মানুষ কাকে সমর্থন করবেন, কাকে ভোট দেবেন, কার নামে স্লোগান দেবেন, সেটা তাঁরাই ঠিক করবেন।”

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version