Wednesday, August 27, 2025

হিংসায় উত্তাল ত্রিপুরা, অভিযোগ জানাতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েও সময় পেলেন না মানিক

Date:

ত্রিপুরার(Tripura) আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, বিজেপির দলদাসে পরিণত হয়েছে সেখানকার পুলিশ(police)। লাগাতার রাজনৈতিক হিংসার জেরে সম্প্রতি বিজেপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার(Manik Sarkar)। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় দিলেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির(president) সঙ্গে সাক্ষাতের জন্য কোনরকম সময় দেওয়া হয়নি বলে এদিন অভিযোগ করে বাম নেতৃত্ব।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন সীতারাম ইয়েচুরি বলেন, মঙ্গল বা বুধবারের মধ্যে যে কোনও এক দিন দেখা করার জন্য সময় চাওয়া হয়েছিল। সেই মতো মানিক আগরতলা থেকে দিল্লিও এসেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে কোনও সময় দেওয়া হয়নি। গত তিনদিন ধরে আমাদের আর্জি রাষ্ট্রপতি ভবনে পড়ে রয়েছে। অথচ সময় মেলেনি। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে না পেরে বুধবার ত্রিপুরাতে ফিরে আসার কথা মানিক সরকারের। তার আগেই এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মানিক সরকার বলেন, “ত্রিপুরার মাটিতে বিরোধীদের ওপর যে ধরনের হামলা চালানো হচ্ছে তা কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ছাড়া সম্ভব নয়। ত্রিপুরায় সংবিধান কাজ করছে না। বিরোধী দলের বিধায়কদের নিজের বিধানসভা কেন্দ্রেই যেতে দেওয়া হচ্ছে না। আমাকে ১৫ বারের বেশি বাধা দেওয়া হয়েছে।” পাশাপাশি তিনি আরো বলেন, “ত্রিপুরাতে তৃণমূলের ওপর যে ধরনের হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা করছি আমরা। এটা কখনোই ত্রিপুরার সংস্কৃতি নয়।”

আরও পড়ুন:“মানুষ ক্ষমা করবে না”, বিপ্লব সরকারের বিরুদ্ধে ফের ঝাঁঝালো আক্রমণ সুদীপ রায় বর্মনের

উল্লেখ্য, বামেদের পার্টি অফিসে হামলা চালানোর পাশাপাশি বিরোধী দলের ওপর একের পর এক হামলার জেরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। যদিও, সেই চিঠির জবাব তো দূরের কথা, প্রধানমন্ত্রীর দফতর থেকে তাঁর চিঠির প্রাপ্তি স্বীকারই করা হয়নি বলে ইয়েচুরির অভিযোগ। এরপরই রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে পদক্ষেপ নেয় বাম নেতৃত্ব। যদিও সাক্ষাতের সময় দেওয়া হল না তাদের।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version