Friday, November 14, 2025

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফার পর অভিষেককে চিঠি যা জানালেন অর্পিতা

Date:

রাজ্যসভার (Rajyasabha) সাংসদ (MP) পদ থেকে আচমকা ইস্তফা (Resign) দিয়েছেন তৃণমূলের (TMC) অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। তাঁর ইস্তফাপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু (Venkaiya Naidu)। যদিও সাংসদ হিসেবে অর্পিতার মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। কিন্তু তার প্রায় ৫ বছর আগেই হঠাৎ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অর্পিতা ঘোষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abishek Banerjee)  ইতিমধ্যেই চিঠি লিখে ইস্তফার কারণ ব্যাখ্যা করেছেন।
অভিষেককে লেখা চিঠিতে অর্পিতা জানিয়েছেন, ”বিধানসভা ভোটে দলের অভূতপূর্ব ফলাফলের পর থেকেই ভাবছিলাম, আরও কীভাবে ভালো করে সংগঠনের কাজ করা যায়। আমায় যদি বাংলায় দলের কাজ করার সুযোগ দেওয়া হয়, সাংসদ পদে না থেকে সেই কাজ করতে আমি বেশি আগ্রহী। আমার লক্ষ্য স্পষ্ট। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আমি বাংলার কাজ করতে চাই। আমার মনে হয়, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বাংলায় এসে কাজ করতে পারলেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারব।”
পেশায় নাট্যকর্মী হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনৈতিক জীবনে পা রাখার পর দল তাঁকে অনেক কিছু দিয়েছে। সেজন্য কৃতজ্ঞতাও স্বীকার করেছেন অর্পিতা ঘোষ। তাঁর কথায়, ”তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে অনেক কাজ করার সুযোগ পেয়েছি। উপভোগও করেছি। লোকসভার সাংসদ থেকে শুরু করে জেলা সভাপতি, রাজ্যসভার সাংসদ পদ, দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে। সেজন্য দলের কাছে আমি কৃতজ্ঞ।”
তবে হঠাৎ অর্পিতার এমন সিদ্ধান্ত কেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একটি অসমর্থিত সূত্র বলছে, দলের নির্দেশেই সাংসদ পদ ছাড়লেন নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। সাংগঠনিক কাজেই তাঁকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। ২০২৪ লোকসভাকে পাখির চোখ করে অর্পিতা ঘোষের পরিবর্তে সর্বভারতীয়স্তরের কোনও নেতাকে পাঠানো হতে পারে রাজ্যসভায়। সেদিকেও এখন নজর রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বালুরঘাট থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন অর্পিতা ঘোষ। যদিও ২০১৯-এর ভোটে বালুরঘাট আসনটি চলে যায় বিজেপির দখলে। হেরে যান অর্পিতা ঘোষ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের সাংসদ হন অর্পিতা। তাঁকে রাজ্যসভায় পাঠান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা ভোটকে পাখির চোখ করে এগিয়ে চলা তৃণমূলের জন্য অর্পিতার এই ইস্তফা নতুন স্ট্রাটেজি বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version