Saturday, August 23, 2025

আতঙ্ক নয়: অজানা জ্বরের ভাইরাস চিহ্নিত, দ্রুত রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, চিন্তা বাড়াচ্ছে অজানা জ্বর। বৃহস্পতিবার, বিকেলে হঠাৎই SSKM-এ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেখানে গিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেন তিনি। বিশেষজ্ঞরা তাঁকে জানান, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শিশুদের মধ্যে অজানা জ্বর ছড়িয়ে পড়ার কারণ চিহ্নিত হয়েছে। এই জ্বর নিয়ে আতঙ্কের কোন কারণ নেই৷ বিষয়টি নিয়ে দ্রুত রিপোর্ট দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জ্বরের প্রকোপ ছড়াতেই রাজ্যের তরফে বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিষয়টি নিয়ে গবেষণা হয়। জানা যায়, উত্তরবঙ্গে শিশুদের মধ্যে ‘অজানা’ জ্বরের নেপথ্যে রয়েছে আরএস ভাইরাস  (RS Virus)। তবে এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণ কী? তা খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:নির্যাতিতাদের মনের চাপ কমাতে অভিনব সাজে সাজানো হল ইংরেজবাজার মহিলা থানাকে

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে রিপোর্টই পেশ করেন রাজ্যের স্বাস্থ্য কর্তারা। একঘণ্টার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে অজানা জ্বরের পাশাপাশি, হাসপাতালের স্বাস্থ্যপরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জ্বরের প্রকোপ নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে স্বাস্থ্যকর্তাদের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালগুলির বেড বাড়ানো, মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বাড়ানো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

নির্বাচন বিধি বহাল থাকায় বৈঠক শেষ করে বেরিয়ে যাওয়ার মুখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মুখ্যমন্ত্রী।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version