এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়লেন মণিকা বাত্রা

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের( asian table tennis championship) দল থেকে বাদ পড়লেন মণিকা বাত্রা( Manika Batra)। ২৮ সেপ্টেম্বর থেকে দোহায় শুরু হবে এই টুর্নামেন্ট। সেখানে যে চার সদস্যের মহিলা দল ঘোষণা করা হয়েছে, তাতে বাদ দেওয়া হয়েছে মণিকা বাত্রাকে। মণিকাকে বাদ দেওয়া হলেও, দলে সুযোগ পেয়েছেন বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়। এই টুর্নামেন্টে কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন অরূপ বসাক এবং মোনালিসা বড়ুয়া মেহতা ।

সোনপতে বাধ্যতামূলক জাতীয় শিবিরে যোগ না দেওয়ার কারণেই বাদ পড়তে হল মণিকাকে। তিনি জানিয়েছিলেন, পুনেতে ব্যক্তিগত প্রশিক্ষকের কাছে প্রস্তুতি নেবেন। আর বোঝা যাচ্ছে যে, এই প্রস্তাব জাতীয় সংস্থা মেনে নিতে পারেনি। তাই বাদ মণিকা বাত্রা।

সম্প্রতি মনিকা জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি দাবি করেন, সৌম্যদীপ নাকি তাঁকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিত পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে টিটিএফআই । ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তারা জমা দেবেন।

এদিকে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের মেয়েদের ভারতীয় দলে রয়েছেন ঐহিকা মুখোপাধ্যায় ও অর্চনা কামাথ, সুতীর্থা মুখোপাধ্যায়, শ্রীজা আকুলা। দোহায় পুরুষ দলকে নেতৃত্ব দেবেন শরত কমল। দলের অন্য সদস্যরা হলেন জি সাথিয়ান, হরমিত দেশাই, মানব ঠাক্কর এবং সানিল শেট্টি।

আরও পড়ুন:উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের প্রথম ম‍্যাচেই আটকে গেল পিএসজি