Wednesday, August 27, 2025

মালদহ জেলার বিভিন্ন এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার। সম্প্রতি জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে গঙ্গা, ফুলহার নদীর ভাঙন পরিদর্শন করার পর এমনই কথা জানিয়েছেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। যেসব এলাকা ভাঙছে আর তার জেরে জীবন বিপন্ন, সেইসব এলাকার পরিবারগুলির একটি তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। পরবর্তীতে রাজ্য প্রশাসনের কাছে ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তালিকাভুক্ত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মালদহ জেলার কালিয়াচক ২, ৩ মানিকচক, হরিশ্চন্দ্রপুর ২, রতুয়া ১ ব্লকে গঙ্গা এবং ফুলহারা নদীর ভাঙনে বেশি ক্ষতির মুখে পড়েছেন অনেক পরিবার। ইতিমধ্যে সেইসব ব্লকের বিডিওদের ভাঙনে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। সেই তালিকা অনুযায়ী ভাঙন দুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি এব্যাপারে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। ভাঙনে ক্ষতির মুখে যাঁরা পড়েছেন, সেইসব পরিবারগুলিকে ত্রাণ সামগ্রী বিলি করার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট ব্লক প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক ৩ ব্লকের গঙ্গা নদীর ভাঙনে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন বহু পরিবার। যদিও সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন এলাকায় গঙ্গার ভাঙন প্রতিরোধের দায়িত্ব রয়েছে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের। কিন্তু সঠিক সময়ের মধ্যে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ভাঙন প্রতিরোধের কাজ করতে না পারায় বহু পরিবারকে ক্ষতির মুখে পড়তে হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক ৩ ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গঙ্গার ভাঙন চলছে। পাশাপাশি মানিকচক ব্লকের ভুতনি এলাকাতেও একইভাবে ভাঙন হচ্ছে। এছাড়াও আরও বেশকিছু ব্লক রয়েছে, যেখানে নদীভাঙনের জেরে ক্ষতির মুখে পড়তে হয়েছে অনেক পরিবারকে। এই অবস্থায় বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে সেচ দফতরের পক্ষ থেকে অস্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালানো হচ্ছে।

সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে পুনর্বাসন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করা হয়েছে। পাট্টা দেওয়ার ক্ষেত্রে অনেক জমির প্রয়োজন। প্রশাসনের মাধ্যমে জমি খোঁজার কাজ শুরু করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- “হিন্দুস্তান পাকিস্তান হবে না, কুৎসায় কান না দিয়ে ভরসা রাখুন”! হিন্দিভাষীদের বার্তা মমতার

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version