Sunday, January 11, 2026

নজিরবিহীন: কমিশনের নোটিশ নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য টিব্রেওয়ালের, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

নির্বাচন কমিশনের নোটিশ নিয়ে নজিরবিহীন, অপমানজনক প্রতিক্রিয়া ভবানীপুরের বিজেপি (Bjp) প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের (Priyanka Tibrewal)। বললেন, “এরকম নোটিশ আমি একশো পাই, দেড়শো পড়ি, দু’শো ছিঁড়ি।” এই মন্তব্য অপমানজনক বলে তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “এটা কমিশনের সম্মানে আঘাত। এটাই বিজেপির সংস্কৃতি। তারা মনে করে কমিশন তাদের নিজেদের জায়গা। তাদেরকে যা খুশি বলা যায়।” এ বিষয়ে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের হতে পারে বলে ইঙ্গিত দেন কুণাল। অপর তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় (Boiswanar Chatterjee) বলেন, টিব্রেওয়াল নিজে একজন আইনজীবী হয়ে কীভাবে এই ধরনের মন্তব্য করলেন, সেটাই বিস্ময়কর। এটাই প্রমাণ হচ্ছে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য।

দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে, ধুনুচি নাচের সঙ্গে শোভাযাত্রা করে মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। এই ঘটনার জেরে কোভিড (Covid) বিধি ভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। জবাব চেয়ে বুধবার তাঁকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (Election Commission)। বুধবারই কমিশনের শোকজের উত্তর দিলেও, প্রিয়াঙ্কা যে চিঠির সম্পর্কে সংবাদমাধ্যমে অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছেন।

দলীয় প্রার্থীর এই মন্তব্যে বিতর্ক দানা বাঁধতে বিষয়টি থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) জানান, নির্বাচন কমিশন তাঁদের কাছে সম্মানীয়। সবসময় কমিশনের নোটিশকে তাঁরা গুরুত্ব দেন। তবে, টিব্রেওয়াল ঠিক কী বলেছেন, তা জয়প্রকাশ জানেন না।

 

advt 19

 

 

spot_img

Related articles

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...