Thursday, August 21, 2025

গৌতম দাসের প্রয়াণের পর ত্রিপুরায় সিপিএমের ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদক মানিক দে

Date:

কলকাতার বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে আজ, বৃহস্পতিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরার CPIM রাজ্য সম্পাদক গৌতম দাস। তাঁর জায়গায় আপাতত ত্রিপুরায় সিপিএমের ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদক মানিক দে। বর্তমানে তিনি সিটুর ত্রিপুরা রাজ্য সভাপতি পদে রয়েছেন। গৌতমবাবুর মৃত্যুর পর তড়িঘড়ি বৃহস্পতিবার দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যরা একটি জরুরি বৈঠকে মিলিত হন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, এদিন বিকেলে কলকাতা থেকে ৫টা ২০ বিমানে গৌতম দাসের মরদেহ আগরতলায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রথমে বাড়িতে ও পরে জেলা পার্টি অফিসে মরদেহ নিয়ে যাওয়া হবে। পরিবার সূত্রে খবর, আগামিকাল, শুক্রবার সকালে শেষকৃত্য সম্পন্ন হবে।

সম্প্রতি করোনা (Coronavirus) আক্রান্ত হন গৌতম দাস। বার্ধক্যজনিত সমস্যাও ছিল তাঁর। ভালো চিকিৎসার জন্য তাঁকে গত ৬ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় আনা হয়। কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। আজ সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় গৌতমবাবুর। ত্রিপুরার রাজনীতিতে প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন, এবং রাজনৈতিক ভাবে আপসহীন নেতা হিসাবে পরিচিত ছিলেন গৌতমবাবু।

আরও পড়ুন:“বাচ্চা মেয়ে, প্রচারে আসার জন্য লাফালাফি করছে”, প্রিয়াঙ্কাকে কটাক্ষ ববির

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version