Wednesday, August 27, 2025

আজ, শুক্রবার প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন (Birthday)। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় ১৫দিন ধরে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল থেকে শুধু নিজের দল নয়, দেশের বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিত্বরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। সকলেই তাঁর শুভকামনার বার্তা দিচ্ছেন।

কৃষ্ণনগর উত্তরের বিধায়ক (Krishnanagar Uttar MLA) মুকুল রায়ও (Mukul Roy) মোদির জন্মদিন উপলক্ষে টুইট করেছেন। তবে শুভেচ্ছা নয়, মুকুল রায় তাঁর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চূড়ান্ত সমালোচনা করেছেন।

একুশের বিধানসভা নির্বাচনের ঠিক পরেই বিজেপি ছাড়েন মুকুল রায়। তার আগে প্রায় ৪ বছর গেরুয়া শিবিরে ছিলেন তিনি। শুধু তাই নয়, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদও পেয়েছিলেন মুকুলবাবু। এমনকী, প্রধানমন্ত্রী কলকাতায় এলে মুকুল রায় সর্বদাই যোগাযোগ করতেন তাঁর সঙ্গে। বিধানসভা নির্বাচনে মুকুল রায় দলের নির্দেশে উত্তর কৃষ্ণনগরে প্রার্থী হয়েছিলেন। সেখানে মোদি তাঁর হয়ে প্রচারও করেছিলেন।

কিন্তু বিজেপি ছাড়ার পর আজ মোদির জন্মদিনে টুইট করে মুকুল রায় সেই মোদির কড়া সমালোচনা করেছেন। টুইটে তিনি লেখেন “ন্যাশনাল জুমলা ডে” (National Jumla Day)। দেশজুড়ে জুমলা রাজ চলছে। নোটবন্দি, মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন অন্ধকারে দুর্বিষহ হয়ে উঠেছে। আর বিজেপি দেশজুড়ে নরেন্দ্র মোদির জন্মদিন পালন করছে। “সবকা সাথ সবকা” বিকাশের নামে জুমলা রাজ চলছে। নিজেদের আখের গোছাচ্ছে।

 

মোদির আমলে তেলের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছে। মোদির আমলে দেশের মানুষের দুর্দশা দেখেই মুকুল রায়ের এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।

 

 

 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version