Tuesday, November 4, 2025

মোদির জন্মদিনে রেশন ফ্রি বিজেপির, পাল্টা বেকারত্ব দিবস পালন কংগ্রেসের

Date:

৭১ বছরে পা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর সেই উপলক্ষে ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচি পালন করছে গেরুয়া শিবির। আজ থেকে টানা ২০ দিন ধরে চলবে বিজেপির(BJP) এই মেগা কর্মসূচি। যেখানে দেশের ১৪ কোটি গরিব পরিবারকে বিনামুল্যে রেশন দেওয়ার পাশাপাশি, মোদির জন্মদিন উপলক্ষে আজ ৭১ হাজার মাটির প্রদীপ জ্বালানো হবে বারানসীর কাশীতে ভারত মাতা মন্দিরে। অন্যদিকে পাল্টা মোদির জন্মদিনকে কটাক্ষ করে আজ জাতীয় বেকারত্ব দিবস পালন করছে কংগ্রেস(Congress)।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ২৭ হাজার বুথে এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের বুথে পালিত হবে ওই কর্মসূচি। বিনামূল্যে রেশন বিলি পাশাপাশি এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া প্রায় ৫ কোটি পোস্ট কার্ড দেশের বিভিন্ন পোস্ট অফিস থেকে পাঠানো হবে। এর সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় রক্তদান শিবির, রেশন কার্ড বিলি, পরিচ্ছন্নতা কর্মসূচি সহ একাধিক পরিকল্পনা করা হয়েছে। নরেন্দ্র মোদির ২০ বছরের রাজনৈতিক কেরিয়ারের বিভিন্ন মুহূর্ত নিয়ে একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি বঙ্গে ৭১টি জায়গায় গঙ্গার ঘাট সাফাই করবে বিজেপি কর্মীরা। ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করছে বিজেপির কার্যকর্তারা।

আরও পড়ুন:সেনাবাহিনীতে আরও এক সম্মান পেলেন মহেন্দ্র সিং ধোনি

অন্যদিকে, নরেন্দ্র মোদির জন্মদিন কে কটাক্ষ করে আজ জাতীয় বেকারত্ব দিবস পালন করছে কংগ্রেস। এ প্রসঙ্গে যুব কংগ্রেসের সভাপতি শ্রী নিবাস বিভি জানান, “বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। অথচ বর্তমানে এ বিষয়ে কোনও কথা বলছে না কেন্দ্র। এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজ রাস্তায় নামছে যুব কংগ্রেস।”

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version