Saturday, August 23, 2025

রাজ্যসভা উপনির্বাচনে সোনোয়াল ও মুরুগানকে প্রার্থী ঘোষণা করল বিজেপি

Date:

আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল(Sarbananda Sonwal) এবং এল মুরুগানকে(L Murgan) মনোনীত করার কথা ঘোষণা করল বিজেপি(BJP)। গত ৭ জুলাই মন্ত্রিসভা সম্প্রসারণের সময় এই দুই বরিষ্ঠ রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। অবশেষে তাদের সাংসদ পদে উত্তীর্ণ করতে শুরু হলো তৎপরতা।

সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যসভায় উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। এই নির্বাচন হবে আগামী ৪ অক্টোবর। পশ্চিমবঙ্গ, অসম, মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে ১টি করে এবং তামিলনাড়ুতে ২ টি আসনে হবে নির্বাচন। মানস ভূঁইয়া (পশ্চিমবঙ্গ), বিশ্বজিৎ দাইমারি (অসম), থাওয়ারচাঁদ গেহলোত (মধ্যপ্রদেশ) এবং কেপি মুনুসামি এবং আর ভিঠিলিঙ্গাম (তামিলনাড়ু), রাজ্যসভা থেকে পদত্যাগ করার পরে এই আসনগুলি খালি হয়। এছাড়া মহারাষ্ট্রের আসনটি খালি হয় রাজ্যসভার সাংসদ রাজীব সাতাভের কোভিডে মৃত্যু হওয়ার জেরে।

আরও পড়ুন:ভবানীপুর উপনির্বাচন: তৈরি তৃণমূল নেত্রীর প্রচারের সূচি

উল্লেখ্য, যে দুই রাজ্য থেকে সোনোয়াল এবং মুরুগানকে মনোনীত করা হয়েছে সেখান থেকে এই দুই বিজেপি নেতার রাজ্যসভায় যাওয়ার কার্যত পাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গের ফাঁকা আসনে তৃণমূল থেকে মনোনয়ন পান কংগ্রেস ছেড়ে আসা সুস্মিতা দেব। সম্প্রতি অর্পিতা ঘোষ ইস্তফা দিয়েছেন রাজ্যসভা থেকে। ফলত পশ্চিমবঙ্গ থেকে আরেকটি আসন ফাঁকা হয়েছে। ফলে সেখান থেকে কাকে প্রার্থী করা হবে সে দিকেই এখন নজর।

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version