Monday, May 5, 2025

যোগী রাজ্যে তদন্তে গিয়ে আক্রান্ত বাংলার পুলিশ! শুরু রাজনৈতিক টানাপোড়েন

Date:

তদন্তে গিয়ে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আক্রান্ত এই রাজ্যের পুলিশ। আলিগড়ের গান্ধীনগরে উত্তর প্রদেশ যুব মোর্চার এক নেতা বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে যান পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকরা। অভিযোগ, সেই সময় তাদের ঘিরে ধরে ধাক্কাধাক্কি করা হয় পরে। একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়। সংবাদ সংস্থা সূত্রে এ খবর জানানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল (Tmc) নেতৃত্ব। যদিও বিজেপির (Bjp) মতে, অযথা রাজনীতি করার চেষ্টা করছে বাংলার শাসকদল। তবে, এই ঘটনা নিয়ে এখনও রাজ্য পুলিশের তরফ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি।

পুলিশ সূত্র অনুযায়ী, ২০১৭ বিজেপির উত্তর প্রদেশ যুব মোর্চার সদস্য যোগেশ বার্শনইয়ের একটি ভিডিও (Vdo) ভাইরাল হয়। সেখানে তিনি বলেন, “যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) শিরোচ্ছেদ করতে পারবে, তাঁকে à§§à§§ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে”। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। এই বক্তব্যের প্রেক্ষিতে উত্তর প্রদেশ পুলিশের কাছে একটি এফআইআর (FIR) জমা পড়ে।সেই অভিযোগের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের পুলিশের এক প্রতিনিধিদল যোগী রাজ্যে তদন্তে যায়। গান্ধীনগরে যোগেশের বাড়ি যেতেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, সেখানে তাদের চরম হেনস্থার করা হয়। পশ্চিমবঙ্গের পুলিশকে আটকাতে যোগেশ ও তাঁর অনুগামীরা চড়াও হন। ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে আলিগড় থানার পুলিশ গিয়ে বাংলার পুলিশের প্রতিনিধি দলকে উদ্ধার করে। যদিও যোগেশের বাড়ির লোকজনের অভিযোগ, পুলিশকর্মীরাই নাকি বাড়িতে ঢুকে অভব্য আচরণ করেন।

তৃণমূলের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এই ঘটনাই প্রমাণ করে যে উত্তর প্রদেশে জঙ্গলরাজ চলছে। বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্ব সম্পর্কে কুৎসিত ভাষা প্রয়োগ করা হচ্ছে। তদন্ত করতে গেলে পুলিশকে মারধর, আটকে রাখা হচ্ছে। এটা প্রমাণ করে, উত্তর প্রদেশ-ত্রিপুরা যেখানেই বিজেপি ক্ষমতায় আছে, সেখানেই জঙ্গলরাজ চলবে।

বিজেপির পাল্টে দাবি রাজনৈতিক বৈষম্য করছে বাংলার শাসকদল। সেই কারণেই মানুষের রাগের বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশ তদন্ত করতে গিয়েছিল। তাহলে কি ভিন রাজ্যে তদন্তে গিয়ে রাজনৈতিক টানাপোড়েনে হামলার শিকার হতে হবে পুলিশকেও?

আরও পড়ুন:কাবুলে ড্রোন হামলার দায় স্বীকার আমেরিকার, মৃত্যু হয়েছিল সাত শিশুসহ ১০ আফগানের

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version