Monday, November 3, 2025

মুখ্যমন্ত্রীর সমর্থনে রবিবারের বর্ণাঢ্য প্রচারে সুব্রত মুখোপাধ্যায়

Date:

“পৃথিবীর কোনও শক্তি নেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আটকাবে!” মুখ্যমন্ত্রীর (CM) সমর্থনে রবিবাসরীয় বর্ণাঢ্য প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বর্ষীয়ান তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তাঁর দাবি, ঠিক মতো ভোট পড়লে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জয়ী হবেন।

আরও পড়ুন- বোনের বিরুদ্ধে প্রচারে নামবেন না বাবুল, বিশ্বাস ভবানীপুরের বিজেপি প্রার্থীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। রবিবাসরীয় সকালে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মীরা প্রচারে নেমেছেন অলিতে-গলিতে। এদিন ৬৩ নম্বর ওয়ার্ড ও সদর স্ট্রিটে অভিনব প্রচারে অংশ গ্রহণ করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। হুট খোলা গাড়িতে চেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রার্থনা করেন এই বর্ষীয়ান নেতা।

এদিন সুব্রতবাবুর প্রচার ছিল অভিনব ও বর্ণাঢ্য। প্রচারের মধ্যে তুলে ধরা হল পুরুলিয়ার ছৌ নাচ ও আদিবাসী নৃত্য। বাংলার লোকসংস্কৃতিকে শহরবাসীর সামনে উপস্থাপন করা হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ওয়ার্ডের কো-অডিনেটর সুস্মিতা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। সুব্রত মুখোপাধ্যায় বলেন রেকর্ড মার্জিনে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সারা দেখে তিনি অভিভূত বলে জানান। বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তিনি শুভেচ্ছা জানান। আগামী দিনে আরও অনেক চমক রয়েছে বলে জানিয়েছেন সুব্রতবাবু।

উপনির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নিয়ম করে প্রচার কাজ সারছেন সুব্রত মুখোপাধ্যায়। এর আগে থিয়েটার রোড, রাসেল স্ট্রিট এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তিনি। পাশাপাশি জনসংযোগে জোর দিতে প্রাতর্ভ্রমণকারীর সঙ্গে যোগ দিয়েছিলেন চায়ের আড্ডায়।

 

 

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version