Sunday, May 4, 2025

তালিবান শাসিত আফগানিস্তান ফের প্রশ্নের মুখে নারী শিক্ষা। দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর থেকেই মহিলাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শনিবার স্কুলশিক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পর সেকেন্ডারি স্কুল খুলতে চলেছে বলে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সেই বিবৃতিতে ফের একবার প্রশ্ন উঠল তালিবান শাসিত আফগানিস্তানে মহিলাদের অধিকার নিয়ে। কারণ বিবৃতিতে সাফ জানানো হয়েছে কেবলমাত্র ছাত্র এবং পুরুষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে যোগ দিতে বলা হয়েছে। নির্দেশিকায় তাদের কথা না থাকায় কার্যত হতাশ মেয়েরা।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর দফতরে কুণালের পাঠানো সারদাকর্তার চিঠিতে সাড়া মিলল, কী বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক?
সম্প্রতি স্থানীয় এক সংবাদমাধ্যমে তালিবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদের বিবৃতি পেশ করে জানিয়েছে, মেয়েদের জন্য আলাদা স্কুল খোলা হবে। তবে তা কবে হবে সেব্যাপারে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। অর্থ্যাৎ মেয়েরা আগামী দিনে পড়াশুনোর সুযোগ পাবে কিনা তা নিয়ে এখন সংশয়ে আফগান মহিলারা।
এদিকে আফগান শিশুদের বিশেষ করে মেয়েদের শিক্ষা নিয়ে সরব হন নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী। তিনি বলেন, মেয়েদের যদি সমান তালে শিক্ষা না দেওয়া হয়, তাহলে তারা সারা জীবনের জন্য শোষণের শিকার হবে। তাদের উপর অবিচার এবং অত্যাচার আরও বাড়বে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যাতে এই মাসে আফগানিস্তানের অন্যান্য ইস্যুগুলি নিয়ে আলোচনার পাশাপাশি সে দেশের শিশুদের অবস্থা নিয়েও আলোচনা করা হয় সে প্রসঙ্গে সাফ জানান তিনি।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version