Saturday, August 23, 2025

তালিবান শাসিত আফগানিস্তান ফের প্রশ্নের মুখে নারী শিক্ষা। দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর থেকেই মহিলাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শনিবার স্কুলশিক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পর সেকেন্ডারি স্কুল খুলতে চলেছে বলে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সেই বিবৃতিতে ফের একবার প্রশ্ন উঠল তালিবান শাসিত আফগানিস্তানে মহিলাদের অধিকার নিয়ে। কারণ বিবৃতিতে সাফ জানানো হয়েছে কেবলমাত্র ছাত্র এবং পুরুষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে যোগ দিতে বলা হয়েছে। নির্দেশিকায় তাদের কথা না থাকায় কার্যত হতাশ মেয়েরা।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর দফতরে কুণালের পাঠানো সারদাকর্তার চিঠিতে সাড়া মিলল, কী বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক?
সম্প্রতি স্থানীয় এক সংবাদমাধ্যমে তালিবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদের বিবৃতি পেশ করে জানিয়েছে, মেয়েদের জন্য আলাদা স্কুল খোলা হবে। তবে তা কবে হবে সেব্যাপারে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। অর্থ্যাৎ মেয়েরা আগামী দিনে পড়াশুনোর সুযোগ পাবে কিনা তা নিয়ে এখন সংশয়ে আফগান মহিলারা।
এদিকে আফগান শিশুদের বিশেষ করে মেয়েদের শিক্ষা নিয়ে সরব হন নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী। তিনি বলেন, মেয়েদের যদি সমান তালে শিক্ষা না দেওয়া হয়, তাহলে তারা সারা জীবনের জন্য শোষণের শিকার হবে। তাদের উপর অবিচার এবং অত্যাচার আরও বাড়বে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যাতে এই মাসে আফগানিস্তানের অন্যান্য ইস্যুগুলি নিয়ে আলোচনার পাশাপাশি সে দেশের শিশুদের অবস্থা নিয়েও আলোচনা করা হয় সে প্রসঙ্গে সাফ জানান তিনি।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version