টালিগঞ্জের দুই পরিচালক রাজা চন্দ এবং রাজর্ষি দে একসঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) জীবনীচিত্র নিয়ে বায়োপিক তৈরি করতে চলেছেন। এই খবর সকলেরই জানা। রাজা চন্দ মদন মিত্রের মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য শাশ্বত চট্টোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে রাজর্ষিদেরও শাশ্বতকেই পছন্দ। পাশাপাশি রয়েছে আরেকটি নাম সঞ্জয় ত্রিপাঠী । তাই শেষ মুহূর্তে কার “মদন মিত্রর’ কে হবেন তা এখনো স্থির হয় হয়নি । তবে গান গাইছেন নচিকেতা । আর তা তিনি নিজেই জানিয়েছেন । যদিও ছবির গীতিকার কে সেই নাম এখনো প্রকাশ্যে আনা হয়নি!

জানা গিয়েছে বায়োপিক দুটিতেই মদন মিত্রর জীবনের নানা দিক তুলে ধরা হবে। মদন মিত্রর জীবনের ভালো -খারাপ সবকিছু নিয়ে চিত্রনাট্য তৈরি হচ্ছে । জানা গেছে স্বয়ং মদন মিত্রর নাকি এতে কোনো আপত্তি নেই। তিনি নিজেও নাকি এমনটাই চান। ইতিমধ্যেই বায়োপিক নিয়ে শাশ্বতর সঙ্গে চার ঘণ্টা কথা হয়েছে বলে জানা গিয়েছে। দুটি ছবির মধ্যে একটি চিত্রনাট্যের জন্য পদ্মনাভ দাশগুপ্তর সঙ্গে কথা চলছে । তবে সেটি কোনটি তা এখনো জানা যায়নি পাশাপাশি খোঁজ চলছে নায়িকারও। শোনা যাচ্ছে নায়িকা বাছতে দুই পরিচালকেরই নাকি কালঘাম ছুটছে।